ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রবিবার রামনবমীর পাশাপাশি ছিল ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস। স্বাভাবিকভাবেই রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণের পাশাপাশি প্রতিষ্ঠা দিবসও পালন করে বিজেপি কর্মী-সমর্থক থেকে নেতৃত্ব (Ram Navami 2025)। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুরলীধর লেনে রাজ্য দফতরে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলন করেন। সেইসঙ্গে হাওড়া সহ একাধিক জায়গায় রামনবমীর শোভাযাত্রায় যোগ দেন।
শাসককে আক্রমণ সুকান্তর (Ram Navami 2025)
একদিকে যেমন রবিবার ছিল রামনবমী পাশাপাশি এদিন বিজেপির প্রতিষ্ঠা দিবসও ছিল। ফলে দিনটিকে কোনওভাবেই হাতছাড়া করতে চায়নি পদ্মশিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের রাজ্য দফতরে পতাকা উত্তোলন করে আক্রমণ শানায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে (Ram Navami 2025)। সেই সঙ্গে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য এই মুহূর্তে রাজ্যের প্রায় ৩৩% মুসলিম রয়েছে। এত সংখ্যক মুসলিম থাকার পরও কিভাবে তারা সংখ্যালঘু হয়?

আরও পড়ুন: Sajal Ghosh: “অস্ত্র দেখলেই রাক্ষসরা ভয় পায়”, রামনবমীর মিছিলে অকপট সজল!
হাইকোর্টের অনুমতিতে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় জোড়া র্যালির আয়োজন করা হয়েছে। শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে অঞ্জনিপুত্র সেনার মেগা র্যালি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে (Ram Navami 2025)। রাজ্য দফতরের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির পরেই সুকান্ত সোজা চলে যান হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিতে।
আরও পড়ুন: Locket Chatterjee: লকেটের মিছিল আটকালো পুলিশ, জড়ালেন তুমুল বচসায়!
প্রসঙ্গত, গতবার হাওড়ায় এই শোভাযাত্রাতেই ছড়িয়েছিল উত্তেজনা (Ram Navami 2025)। শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর ছিল প্রশাসনের। পুলিশে পুলিশের ছয়লাপ ছিল গোটা এলাকা। চলে ড্রোন দিয়েও নজরদারি।