ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানে ফের বোমা বিস্ফোরণ। শনিবার বালুচিস্তানের কোয়েটা রেলস্টেশন কেঁপে উঠল বিস্ফোরণে (Blast)। এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৫০ জনের কাছাকাছি। যার মধ্যে কয়েকজন শিশুও রয়েছে বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী বিস্ফোরণ। তবে কে বা কারা বিস্ফোরণের নেপথ্যে জড়িত তা এখনও স্পষ্ট নয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এ প্রকাশিত খবর অনুযায়ী, স্থানীয় পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ঘড়ির কাঁটায় তখন সময় ঠিক ৯টা। পাকিস্তানের (Pakistan) বালুচিস্তানের কোয়েটা রেলস্টেশন থেকে জাফ্ফর এক্সপ্রেস দুর্গশহর পেশোয়ারের উদ্দেশে সবেমাত্র রওনা দেবে। ছাড়ার আগে ট্রেনে ওঠার জন্য যাত্রীদের হুড়োহুড়ি। এমন সময় আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে স্টেশন চত্বর।
আরও পড়ুন: Trump on Elon Musk: ইলনের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প!
আরও পড়ুন: মসনদে ট্রাম্প! ঢাকায় ফের বদলের হাওয়া?
এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বিএলএ-র মুখপাত্র জানিয়েছেন, কোয়েটা রেল স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণের (Blast) দায় নিচ্ছি আমরা। আজ সকালে পাকিস্তানি সেনাবাহিনীর একটি ইউনিটের উপর হামলা চালায় আমাদের লোক। স্থানীয় সেনা প্রশিক্ষণ স্কুল থেকে তালিম নিয়ে ওই সেনা ইউনিট কোয়েটা স্টেশন থেকে জাফ্ফর এক্সপ্রেসে পেশোয়ার ফিরছিল। বিএলএ-র আত্মঘাতী শাখা মজিদ ব্রিগেড এই হামলা চালায়। আরও বিস্তারিত খবর আমরা সংবাদ মাধ্যমকে পরে দেব।
বালুচিস্তান সরকারের মুখপাত্র জানান, ঘটনার সময় স্টেশনে কমপক্ষে ১০০ জন উপস্থিত ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডের সদস্যেরা। রয়েছে পুলিশ এবং অন্য বাহিনীও। উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বালোচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে তা জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছেন বন্ব স্কোয়াডের সদস্যেরা।