ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগের নির্বাচনে পরাজয়ের পর হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। নির্বাচনে জয়ের পর আবারও হোয়াইট হাউসে কামব্যাক করতে চলেছেন ট্রাম্প (Trump on Elon Musk)। এবার তিনি দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
জয় নিশ্চিত হওয়ার পর ফ্লোরিডার ওয়েস্ট পাম সমুদ্র সৈকতে একটি বিজয়ী ভাষণ দিয়েছিলেন। সেই বিজয়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা, আমাদের দেশে নতুন তারকা জন্ম নিয়েছে। আর সেই তারকা হলেন ইলন (Trump on Elon Musk)। এতে কারোরই বুঝতে বাকি নেই যে ট্রাম্প আসলে আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ’স্পেস এক্স’-এর মালিক ইলন মাস্ককে বুঝিয়েছেন।
ট্রাম্পের জয়ের স্পিচ (Trump on Elon Musk)
গত বুধবার ভোটের ফলাফল বের হওয়ার পর যখন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর ভারতীয় সময় দুপুর ১টা নাগাদ পরিবার আত্মীয় ও কর্মী সমর্থকদের ধন্যবাদ দিচ্ছিলেন ট্রাম্প। ট্রাম্পের এই ধন্যবাদ জানানোর সভায় ছিলেন বহু মানুষ। সেই সময়ই দর্শকদের মধ্যে থেকে একটা অংশ চিৎকার শুরু করছিলেন। সেই দর্শকদের মুখে শোনা গিয়েছিল টেসলার কর্ণধার ইলন মাস্কের (Trump on Elon Musk) নাম। আর তখনই দর্শকদের আগ্রহ বুঝতে পেরেই ডোনাল্ড ট্রাম্প প্রশংসা করেন ইলন মাস্ককে। ইলন মাস্ককে প্রশংসায় ভরিয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, একজন নতুন তারকার জন্ম হয়েছে এবং সেই তারকার নাম ইলন মাস্ক।
আরও পড়ুন: New Social Media Rule: ১৬ বছরের নিচে নয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট! আসছে নতুন আইন
আগেও আলোচনায় মাস্ক (Trump on Elon Musk)
এর আগের ২০১৬ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সবচেয়ে বড় সমালোচক ছিলেন ইলন মাস্ক। ইলন ডেমোক্রেটিক পার্টির প্রাথী হিলারি ক্লিনটনকে সমর্থন করেছিলেন। তিনি বলেছিলেন, ঠিক প্রেসিডেন্ট সুলভ নন ট্রাম্প।ঠিক তার আট বছর পরেই বদলে গেল সব সমীকরণ। এই নির্বাচনে রিপাবলিকান প্রাথী ট্রাম্পের দ্বিতীয় বৃহত্তম অর্থদাতা হল ইলন মাস্কের সংস্থা। এই প্রেসিডেন্ট নির্বাচনের শুরু থেকেই বিভিন্ন প্রচারে ট্রাম্পের হয়ে গলা ফাটিয়েছেন ‘স্পেস এক্সে’-র কর্তা ইলন মাস্ক।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
ট্রাম্পের তারকা প্রচারক
এই নির্বাচনের প্রচারে ট্রাম্পের তারকা প্রচারক ছিলেন ইলন মাস্ক। এমনকি ইলন মাস্ক জানিয়েছিলেন ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে তিনি কোনও প্রশাসনিক দায়িত্ব নিতেও প্রস্তুত রয়েছেন। এমনকি রিপাবলিকান প্রাথী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার হয়ে ফিলডেলফিয়ায় প্রায় দু’সপ্তাহের বেশি সময় প্রচার করেছেন ইলন মাস্ক। এছাড়াও বিভিন্ন জায়গায় ইলন মাস্ক প্রকাশ্যে ব্যাপক সমর্থন করেছেন ট্রাম্পকে।
আরও পড়ুন: Donald Trump: গভীর রাতে সন্তপর্নে শুভেচ্ছা বার্তা জিংপিংয়ের, দ্বিপাক্ষিক সম্পর্কে সতর্ক লাল চিন!
পাল্টা প্রশংসা ট্রাম্পের
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পও পাল্টা প্রশংসা করলেন স্পেস এক্স’ এর কর্তা ইলন মাস্কের। ট্রাম্পের জয় নিশ্চিত হতেই ইলন নিজের এক্স-হ্যান্ডেলে লিখেছেন, “আমেরিকার মানুষ পরিবর্তনের পক্ষে স্পষ্ট রায় দিয়েছেন।” এখানেই অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কী ট্রাম্পের জয়ের ফলে লাভ হল ইলনের? যদিও ট্রাম্পের জয় নিশ্চিত হতেই টেসলার ১৪ শতাংশ শেয়ার বেড়েছে। অনেকেই মনে করছেন, ট্রাম্পের দ্বিতীয় জমানায় অন্য লাভ থাকতে পারে ইলনের।