ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কোট, ব্লেজারের(Blazer Style) ব্যবহার এখন আর শুধু অফিসেই সীমাবদ্ধ নেই। জনপ্রিয় এই পোশাক পুরুষের পাশাপাশি সমান ভাবে মেয়েদেরও সাজ-সঙ্গী। কর্মক্ষেত্র থেকে অনুষ্ঠান সবজায়গায় ব্লেজার গায়ে চাপিয়ে অনায়াসে চলে যাওয়া যেতে পারে। তবে ব্লেজারের নকশা,শৈলীতে বৈচিত্র আছে। পার্টি-পিকনিকে যে ধরনের ব্লেজার পরা যেতে পারে, অফিসে আবার সেগুলি বেমানান লাগতে পারে। জেনে নিন কোথায় কী ধরণের ব্লেজার পরা উচিত।
স্লিম ফিট ব্লেজ়ার (Blazer Style)
কাজের চাপ যতই বেশি থাক, সাজগোজের সঙ্গে আপস করার কোনও মানে হয় না। হালকা বাদামি রঙের চেক প্যাটার্নের স্লিম ফিট ব্লেজ়ার(Blazer Style) পরতে পারেন। সঙ্গে একটু গাঢ় রঙের শার্ট পরা যেতে পারে। সেক্ষেত্রে মেরুন রঙা কোনও শার্ট চলতে পারে। বাদামি আর মেরুনের যুগলবন্দি মন্দ হবে না। নারী-পুরুষ নির্বিশেষে এমন সাজলে লুকটাও ভীষণ ক্ল্যাসি হবে। তাছাড়াও ধূসর বা বিজ রঙের এমন ব্লেজার মন্দ হয়না।

বেল্টেড ব্লেজ়ার (Blazer Style)
ব্লেজারের দু-প্রান্ত সাধারণত উন্মুক্ত থাকে। তবে বেল্ট-এর বাঁধনে বেঁধে নিলে তখন সেটা হয়ে যায় বেল্টেড ব্লেজ়ার। এ ক্ষেত্রে বেল্ট এবং ব্লেজ়ার রং মানানসই হওয়া ভীষণ জরুরি। অথবা একই রঙের হলেও ভালো দেখাবে। এই ধরনের ব্লেজ়ার(Blazer Style) সঙ্গে ফ্লেয়ার্ড জিনস ভালো লাগবে। পায়ে স্নিকার্স থাকলে জমজমাট দেখতে লাগবে।

আরও পড়ুন:Book Reading Benefits: একটা বই হাজার বন্ধুর সমান, জানেন সেকথা?
ব্ল্যাক জুট কটন ব্লেজ়ার
অফিসে দিনের সিংহভাগ সময় কাটে। তাই এমন ব্লেজ়ার পরতে হবে, যাতে না হয় অস্বস্তি। সেক্ষেত্রে কটনের ব্লেজ়ারের জুড়ি মেলা ভার। আর কালো রঙের ব্লেজ়ার যেকোনও শার্টের সঙ্গে মানিয়েও যাবে। পারফেক্ট অফিস লুক চাইলে এমন কিছু ভেবে দেখতে পারেন।

ওভারসাইজড ব্লেজ়ার
এই ধরনের ব্লেজারকে ‘বয়ফ্রেন্ড ব্লেজ়ার’ও বলা হয়। মূলত পুরুষদের ব্যবহারের জন্য। তবে মহিলারাও এই ব্লেজ়ার পরতে পারেন(Blazer Style)। সাধারণত ব্লেজ়ার আঁটসাঁট হয়। তবে ওভার সাইজড ব্লেজ়ার বেশ ঢিলেঢালা। লম্বায় প্রায় হাঁটুর কাছাকাছি। করসেট টপ কিংবা ওয়াইড-লেগ ট্রাউজার্সের সঙ্গে এ ধরনের ব্লেজ়ার ভালোলাগবে। তবে গাউন কিংবা শাড়ির সঙ্গে পরলেও মন্দ লাগবে না।

ব্লেজার ড্রেস
অন্য কোনও পোশাকের সঙ্গে নয়, শুধু ব্লেজার পরেই বেরিয়ে পরা যায়। এই ধরনের ব্লেজ়ার ড্রেস এখন ভীষণ ট্রেন্ডি। পরলে বাকিদের চেয়ে আলাদা লাগতে বাধ্য। বন্ধুদের সঙ্গে শপিং হোক কিংবা সঙ্গীর সঙ্গে ডিনার ডেট, একটু স্পেশ্যাল সাজতে চাইলে ব্লেজ়ার ড্রেস পরা যেতে পারে। চাইলে এই ড্রেসের সঙ্গে কোমরে একটা সরু বেল্টও বেঁধে নিতে পারেন। পায়ে হিলস্- ফ্ল্যাটস- স্নিকার্স যা-ই থাক, ড্রেসের সঙ্গে রং মিলিয়ে জুতো পরলে বেশি মানাবে।

আরও পড়ুন:Morning Yoga Routine: সাতসকালে সহজ কিছু আসন, হবে জীবনের মুশকিল আসান
ধূসর লিনেন ব্লেজার
অফিসে পরার জন্য ধূসর রঙের লিনেন ব্লেজ়ার বেছে নেওয়া যেতে পারে। কাপড় হিসাবে লিনেন বেশ আরামদায়ক। যেকোনও মরসুমে পরার মতো। অফিসে প্রেজেন্টেশন হোক কিংবা গুরুগম্ভীর মিটিং, ধূসর ব্লেজ়ারে নিজেকে সাজালে জমকালো মনে হবে না।

ক্রপড ব্লেজার
ব্লেজার এমনিতে মোটামুটি কোমর ঝুল হয়। তবে ক্রপড ব্লেজ়ার বুকের কাছেই শেষ হয়ে যায়। এ ধরনের ব্লেজ়ারের সঙ্গে পরতে হবে ক্রপ টপ কিংবা শার্ট। লম্বা ঝুলের কোনও পোশাকের সঙ্গে ক্রপড ব্লেজ়ার মানাবে না। এর সঙ্গে স্কার্ট কিংবা জিনস পরলে ভাল লাগবে। তবে সাজ পরিপূর্ণ হবে পায়ে যদি একটা বুট পরা যায়।

এমব্রয়ডারি ব্লেজার
যেকোনো বিয়ে বাড়িতে এই ধরণের ব্লেজার পরতেই পারেন। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে খুব বেশি যেন নকশার কারিকুরি না থাকে। সলিড কালারের স্ট্রাইপ দেওয়া ব্লেজ়ার বেশ মানাবে। সাদা-কালো কিংবা সাদা-নীলের স্ট্রাইপ চলতে পারে। তবে এমব্রয়ডারি ব্লেজ়ারের সঙ্গে ম্যাচিং করে ট্রাউজার্স পরাটা জরুরি। অন্তত রঙে যেন সামঞ্জস্য থাকে।
