ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চিন সফর সেরে ফিরে বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি জানাল, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে বেজিংয়ের মনোভাব অত্যন্ত ইতিবাচক (BNP Praises China)। সোমবার ঢাকায় এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাঁচ দিনের এই সফরে ফখরুলের নেতৃত্বে এক প্রতিনিধিদল চিনের সরকারি ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এমন সময় এই বার্তা এল, যখন বাংলাদেশে নির্বাচন নিয়ে রাজনৈতিক টানাপড়েন চরমে। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য আগামী এপ্রিলে নির্বাচন আয়োজন করা, কিন্তু বিএনপি চাইছে তার আগেই ভোট হোক। এই পরিস্থিতিতে বিএনপির চিন সফর এবং বেজিংয়ের ভূমিকা নিয়ে জল্পনা চরমে।
চিনা নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক (BNP Praises China)
চিন সফরে বিএনপি প্রতিনিধি দল বৈঠক করেছে কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতা লি হংসং এবং চিনা বিদেশ মন্ত্রকের ভাইস মিনিস্টার সুং-ওয়ে-ডং-এর সঙ্গে(BNP Praises China)। দুই পক্ষের আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক স্থিতাবস্থা, অর্থনৈতিক সহযোগিতা, এবং ভবিষ্যতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। যদিও সাংবাদিক বৈঠকে ফখরুল বিস্তারিত কিছু বলেননি, তবে তাঁর মন্তব্য, “চিন অত্যন্ত ইতিবাচক মনোভাব দেখিয়েছে,” অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অতীতে চিনের অবস্থান নিয়ে বিতর্ক (BNP Praises China)
চিন অতীতে বাংলাদেশে (Muhammad Yunus) অনুষ্ঠিত তিনটি নির্বাচনে আওয়ামী লীগের শাসনকালকে সমর্থন জানিয়েছিল বলে অভিযোগ করে থাকে বিএনপি(BNP Praises China)। তবে সোমবার সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ ওঠার পরে ফখরুল সেই সমর্থনের চরিত্র ও প্রকৃতি নিয়ে সরাসরি মন্তব্য করেননি। ২০২৩ সালে চিন জানিয়েছিল, তারা অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে না, এবং নির্বাচন প্রতিটি দেশের অভ্যন্তরীণ বিষয় বলেও স্পষ্ট করে। তবে বিএনপির এবারকার সফরে তারা যে নতুন বার্তা পেয়েছে বলে দাবি করছে, তা রাজনীতির ময়দানে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

নির্বাচন ঘিরে বিদেশি তৎপরতা (BNP Praises China)
বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে শুধু ভারত বা আমেরিকা নয়, চিনের ভূমিকাও এখন গভীর পর্যবেক্ষণের আওতায়(BNP Praises China)। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই সফর থেকে স্পষ্ট—বিএনপি আন্তর্জাতিক মঞ্চে তাদের অবস্থান ও বৈধতা জোরালো করতে চাইছে। অন্যদিকে চিনের তরফে এ ধরনের সফরের অনুমতি এবং নেতাদের সঙ্গে বৈঠক বিএনপিকে একধরনের কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার বার্তা বহন করছে বলেও মনে করছেন অনেকে।

আরও পড়ুন: Russia Ukraine War : উত্তর-পূর্ব ইউক্রেনে সম্মুখ সমরে ৫০ হাজার রুশ সেনা! ভয়াবহ চাপের মুখে কিভ
বিএনপি নেতারা সরাসরি না বললেও, চিনের সঙ্গে আলোচনা করে তারা যে রাজনৈতিকভাবে আশ্বস্ত, তা স্পষ্ট হয়ে উঠছে ফখরুলের বক্তব্যে। ভোট যত এগিয়ে আসবে, ততই আন্তর্জাতিক তৎপরতা বাড়বে—এমনটাই মনে করছেন কূটনৈতিক মহল।এখন দেখার, আমেরিকা, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তাল মিলিয়ে চিন নির্বাচন ঘিরে বাংলাদেশে কী ভূমিকা নেয়, এবং তার প্রভাব বিএনপি ও দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কতটা পড়ে(BNP Praises China)।