ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাঝ আকাশে ফের একবার চরম আতঙ্কের মুহূর্ত তৈরি করল একটি যাত্রীবাহী বিমান (Boeing 737 Emergency Landing)। মঙ্গলবার গভীর রাতে জাপানের Spring Airlines Japan-এর একটি Boeing 737 বিমান আচমকাই মাত্র ১০ মিনিটে ২৬,০০০ ফুট নীচে নেমে আসে। ঘটনায় বিমানের অন্দরে চরম আতঙ্ক ছড়ায়। শেষমেশ পাইলট বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বিমানটিকে ওসাকার কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর-এ জরুরি অবতরণ করান।
কী ঘটেছিল? (Boeing 737 Emergency Landing)
South China Morning Post-এর এক প্রতিবেদনের সূত্রে জানা গিয়েছে, JL8696 নম্বর ফ্লাইটটি চীনের সাংহাই থেকে জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানটিতে ছিলেন মোট ১৯১ জন যাত্রী ও ক্রু সদস্য। সবকিছুই ঠিকঠাক চলছিল, হঠাৎ মাঝ আকাশে বিমানকর্মীরা কেবিনের বায়ুচাপে অস্বাভাবিকতা লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে বিমানে জরুরি সতর্কতা জারি করা হয়।
অক্সিজেন মাস্ক পরে আতঙ্কে যাত্রীরা (Boeing 737 Emergency Landing)
বায়ুচাপ কমে যাওয়ার ফলে যাত্রীদের জন্য অক্সিজেন মাস্ক খুলে যায়(Boeing 737 Emergency Landing)। আতঙ্কিত যাত্রীরা দ্রুত সেগুলি পরে শ্বাস নিতে থাকেন। সেই সময় বিমানের ভিতরে তোলা কিছু ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে মুখে অক্সিজেন মাস্ক পরে সিটে বসে থাকা আতঙ্কিত যাত্রীরা চুপচাপ অপেক্ষা করছেন পরবর্তী সিদ্ধান্তের জন্য। যদিও এই ভিডিয়োগুলির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: Quad Leaders On Pahalgam : পহেলগাঁও জঙ্গি হানার তীব্র নিন্দা কোয়াড-র, বিচারের আওতায় আনার আহ্বান
১০ মিনিটেই ভয়ঙ্কর পতন, তারপর জরুরি অবতরণ (Boeing 737 Emergency Landing)
বিমানের ককপিট থেকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। মাত্র ১০ মিনিটে বিমানটি ২৬,০০০ ফুট উচ্চতা থেকে নিচে নেমে আসে। সেই সময় পাইলট গন্তব্য বদলে ওসাকার দিকে বিমানের মুখ ঘুরিয়ে দেন এবং কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদভাবে জরুরি অবতরণ করেন(Boeing 737 Emergency Landing)।

আরও পড়ুন: Amarnath Yatra 2025 : ৪৫০০ পুণ্যার্থীকে নিয়ে অমরনাথ যাত্রার সূচনা, জোরদার নিরাপত্তা ও ব্যবস্থাপনা!
কোনও হতাহতের খবর নেই (Boeing 737 Emergency Landing)
বিমানে থাকা সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থা। তবে এই ঘটনা ঘিরে ফের একবার বোয়িং বিমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ সাম্প্রতিক সময়েই বোয়িং ৭৩৭ বিমান (Boeing Airplanes) নিয়ে একাধিক ঘটনা সামনে এসেছে।
তদন্ত শুরু (Boeing 737 Emergency Landing)
জাপানের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে কেবিনের বায়ুচাপের এই সমস্যা দেখা দিল, তা খতিয়ে দেখা হচ্ছে (Boeing 737 Emergency Landing)। পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দক্ষতা এই বিপদের মাঝেও ১৯১ জনের জীবন বাঁচিয়েছে, তাতে কোনও সন্দেহ নেই।
এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, আকাশে ভরসা রেখে ভ্রমণ করার সময় যেকোনও মুহূর্তে অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যাত্রীদের প্রাণরক্ষা যে পাইলট ও বিমানের ক্রুদের তাৎক্ষণিক সিদ্ধান্তের উপর নির্ভর করে, তা আরেকবার প্রমাণ হল এই ঘটনায়।