ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হায়দ্রাবাদে এক বড় অঘটনের মুখোমুখি (Bollywood Actress Assault) হয়েছেন এক জনপ্রিয় বলিউড অভিনেত্রী। বানজারা হিলসের একটি হোটেলে থাকাকালীন মধ্যরাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হামলার শিকার হন তিনি। অভিনেত্রী সেখানে একটি বিপণির উদ্বোধন করতে গিয়েছিলেন।
হাত-পা বেঁধে অত্যাচার (Bollywood Actress Assault)
ঘটনাটি ঘটে রাতের (Bollywood Actress Assault) অন্ধকারে। দুই মহিলা ও দুই পুরুষ হোটেল রুমে ঢুকে অভিনেত্রীর হাত-পা বেঁধে ফেলে। শুধু টাকা-পয়সা ও গহনা লুটই নয়, তাঁকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টাও করা হয়। প্রতিরোধ করায় দুষ্কৃতীরা তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা ও মূল্যবান গহনা ছিনিয়ে নিয়ে পালায়।
পুলিশের তদন্ত
ঘটনার পর অভিনেত্রী পুলিশে অভিযোগ দায়ের (Bollywood Actress Assault) করেছেন। হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় হায়দ্রাবাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন নামীদামি শিল্পী কীভাবে এভাবে আক্রান্ত হলেন, তা নিয়ে চলছে আলোচনা।
আরও পড়ুন: Father Assaulted Daughter: ধর্ষণের পর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো, মেয়ের সর্বনাশ করে পলাতক বাবা!
ছড়িয়েছে আতঙ্ক
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের শনাক্ত করতে জোর তদন্ত চলছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও শিল্পী মহলে। আশা করা হচ্ছে, দ্রুত অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।