ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অসীম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কাশ্মীরকে (Pahalgam Terror Attack) (Kashmir) বলা হয় ভূস্বর্গ। বিশেষ করে পর্যটন প্রেমীদের কাছে কাশ্মীর মানেই অনবদ্য জায়গা। আর সেই কাশ্মীর এখন রক্তাক্ত। সেখানে ঝরেছে বহু নিরীহ মানুষের রক্ত। প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। বাদ পড়েনি বলিউডও (Bollywood )। শাহরুখ থেকে শুরু করে সলমন, তারকারা সোশ্যাল মিডিয়ায় (Social Media) একে একে তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। সবাই এই ঘটনার তীব্র নিন্দা করছেন। যা হয়েছে তা অত্যন্ত জঘন্য ঘটনা। দোষীদের শাস্তি চাইছেন প্রত্যেকেই।
ক্ষুব্ধ সলমন (Pahalgam Terror Attack)
এর আগেও বলিউডের বহু তারকা তাদের কাজের মাধ্যমে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন (Pahalgam Terror Attack)। বারংবার কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, তারা মানবতার ধর্মে বিশ্বাসী। এবার কাশ্মীরে সন্ত্রাসের বিরুদ্ধে তারা গর্জে উঠলেন। রীতিমত ক্ষুব্ধ স্বরে সলমন খান (Salman Khan) লেখেন, “কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হত। সেটা এখন পরিণত হয়েছে নরকে। সেখানে টার্গেট করা হচ্ছে নিরীহ মানুষদের। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। মানুষকে হত্যা করা পুরো ব্রহ্মাণ্ডকে মেরে ফেলার সমান।”
এড়িয়ে যাওয়ার মতো ঘটনা নয় (Pahalgam Terror Attack)
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) লেখেন, ” কাশ্মীরে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়, সেখানে কেউ ছুটি কাটাতে, কেউবা মধুচন্দ্রিমা করতে, আবার কেউ পরিবারের সঙ্গে উদযাপন করতে গিয়েছিল (Pahalgam Terror Attack)। উদ্দেশ্য ছিল কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করা। নিরীহ মানুষগুলো এমন এক ঝড়ের কবলে পড়ল যা তারা বিন্দুমাত্র কল্পনা করতে পারেনি। প্রিয়জনদের সামনেই টার্গেট করে মেরে ফেলা হল। এই ঘটনা একেবারেই এড়িয়ে যাওয়ার মতো নয়। আমাদের সকলকে এই ঘটনা দীর্ঘদিন তাড়া করে বেড়াবে। এই জঘন্য আক্রমণ মানবতার বিবেককে নাড়া দিক।”
আরও পড়ুন: Bhaswar Chatterjee: ‘বদমাইশির ফলে শেষ হয়ে গেল কাশ্মীর….’, বন্ধুদের জন্য চিন্তায় ভাস্বর
ন্যায়বিচার চাইলেন শাহরুখ
কাশ্মীর কাণ্ডে শাহরুখও (Shah Rukh Khan) যে বেশ ক্ষুব্ধ বুঝিয়ে দিলেন পোস্টের মাধ্যমে। বলিউডের কিং খান লেখেন, “পহেলগাঁওতে যেটা ঘটেছে তা অমানবিক। বিশ্বাসঘাতকতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি। এই সময়ে শুধুমাত্র ঈশ্বরের শরণাপন্ন হতে পারি, আর নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করতে পারি। এক দেশ, এক জাতি হিসেবে এই ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে ন্যায়বিচার চাইছি।”
ভীত অক্ষয় কুমার
কাশ্মীরের এই হামলার ঘটনায় রীতিমত ভীত অক্ষয় কুমার (Akshay Kumar)। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ” পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর শুনে আমি ভীত। এভাবে নিরীহ মানুষদের হত্যা করা জঘন্য কাজ। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করি।” মঙ্গলবার বিকেলের পর থেকেই মন খারাপ গোটা দেশের। গোটা দেশজুড়ে এখন জঙ্গি হামলার খবর, নেমে এসেছে শোকের ছায়া।