ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জেব্রা আর জিরাফের সঙ্গে নাচ-গানে মত্ত বনি আর কৌশানি (Koushani Mukherjee)। গভীর জঙ্গলে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। না, এটা কোনও সিনেমার দৃশ্য নয়। বাস্তবে এমনটাই হয়েছে। বক্স অফিসে একদিকে যখন বহুরূপীর (Bohurupi) ঝিমলি (Jhimli) রীতিমত সুপারহিট। একের পর এক রেকর্ড ভাঙছে। তখন তানজানিয়ার জঙ্গলে সময় কাটাচ্ছেন কৌশানী মুখোপাধ্যায়। সঙ্গে রয়েছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)।
তানজানিয়ার জঙ্গলে কৌশানি (Koushani Mukherjee)
এতদিনে নিশ্চয়ই দেখে ফেলেছেন, বহুরূপীর সুপারহিট আইটেম গান ডাকাতিয়া বাঁশি। কিন্তু তানজানিয়ার জঙ্গলে এই গানে অভিনেত্রী (Koushani Mukherjee) মজলেন না। বরং মেতে উঠলেন, কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া গানে। কলকাতা (Kolkata) থেকে এই জুটি এখন সোজা উড়ে গিয়েছে পূর্ব আফ্রিকার। যে রিল ভিডিয়োটি শেয়ার করেছেন, সেটি মূলত সেরিঙ্গেটি ন্যাশনাল পার্কের।
সোশ্যাল মিডিয়ায় রিলের (Koushani Mukherjee)
ইনস্টাগ্রাম খুললেই তাঁদের সেই ভিডিয়োতে চোখ পড়ছে। সেখানে ‘ভুল ভুলাইয়া ৩’ এর ট্র্যাকে নাচতে দেখা যায়। এই ‘ভুল ভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3) গত মাসে রিলিজ করেছে। এখানে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) অভিনয়ের প্রশংসায় সবাই পঞ্চমুখ। এমনকি বক্স অফিস এখনও দখল করে রয়েছে এই সিনেমা। আর এরই ট্র্যাকে নেচে ব্যাপক ট্রোল হলেন বনি কৌশানি (Koushani Mukherjee)।
আরও পড়ুন: Sonakshi Sinha: সোনাক্ষীর মায়ের ইকবালকে একদমই পছন্দ নয়, জামাই সম্পর্কে বেফাঁস মন্তব্য!
বাঘ এলে কী হবে?
কেউ কেউ তো আবার ট্রোল করে বলছেন, এবার যদি সিংহ কিংবা বাঘ এসে যায়, তাহলে কী করবেন? আবার কেউ এও প্রশ্ন তুলেছেন, সৃজনশীলতার লেশমাত্র আপনাদের মধ্যে নেই। এভাবে কেউ জঙ্গলের পশুদের মধ্যে নাচ করে? তবে এ কথা ঠিক। একদিকে যেমন নিন্দুকেরা ট্রোল করেছেন। অপরদিকে অনুরাগীরা প্রশংসায় ভরিয়েও দিয়েছেন। তাদের ব্যক্তিগত জীবন বলে কথা। তারা যেভাবে ইচ্ছা, সেভাবে কাটাতে পারেন। আফ্রিকায় এখন বেশ মজার সঙ্গে ছুটি কাটাচ্ছেন টলিপাড়ার এই জনপ্রিয় তারকা জুটি। প্রত্যেক মুহূর্ত ভাগ করে নিচ্ছেন, অনুরাগীদের সঙ্গে।
বহুরুপীর ব্যপক সাড়া
সম্প্রতি টলিউড বক্স অফিসে ‘বহুরূপী ‘ব্যাপক সাড়া ফেলেছে। এই ছবিতে কৌশানি মুখোপাধ্যায় ‘ঝিমলি’ চরিত্রে অভিনয় করেছে। রিল বানিয়ে সোশ্যাল মিডিয়াতে যতই ট্রোল হন না কেন, এটা বলতেই হয়, বহুরূপীতে অভিনয় করার পর ইন্ডাস্ট্রিতে গুরুত্ব বেড়েছে কৌশানির। বাঁধাধরা চরিত্র ছেড়ে এক নতুন চরিত্রে, নতুন রূপে তাঁকে দেখা গেছে । অনেকেই বলছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ ছবিতে কৌশানি যেন আরও পরিণত। এক কথায় নেটিজেনরা তাঁর এই চরিত্রে অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ।
আরও পড়ুন: Sabyasachi Chowdhury: ছোট পর্দা থেকে উধাও সব্যসাচী, হাজির পরিচালক হিসেবে
ছবির অভিজ্ঞতা
প্রসঙ্গত, এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কৌশানি বলেছিলেন, শিবুদা আর নন্দিতাদির সঙ্গে কাজ করার ইচ্ছে তাঁর বহুদিনের। আর তাদের সঙ্গে কাজ করাটা ছিল একটা দুর্দান্ত অভিজ্ঞতা। যেখানে দর্শক তাঁকে সাধারণত গ্ল্যামারাস লুকে দেখতে অভ্যস্ত। সেখানে তিনি বহুরূপীতে ধরা দিয়েছেন ডি-গ্ল্যাম লুকে।
পরিশ্রম করে শুটিং
উইন্ডোজের সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ। অত্যন্ত পরিশ্রম করে ভীষণ কষ্ট করে ছবির শুটিং করেছেন। এটা অকপটে বলেছিলেন অভিনেত্রী। এও বলেছিলেন, দর্শকেরা তাঁকে নতুন করে আবিষ্কার করবে। আর সেটাই হল ছবি প্রকাশ্যে আসার পর অভিনেত্রী প্রচুর ফোন পেয়েছিলেন। সবার তাঁর লুকটা পছন্দ হয়েছিল। সোজা কথায় বহুরূপীর পর কৌশানির সাফল্য অনেকটা বেড়ে গিয়েছে।