বলিউডে শোকের আবহ: বলিউডে এখন শোকের আবহ। অপূরণীয় ক্ষতি হয়ে গেল। উস্তাদ জাকির হুসেনের(Zakir Hussain) প্রয়াণ কেউ মেনেই নিতে পারছে না। শোকে কাতর গোটা বলিউড(Bollywood)। সোমবার(Monday) ভোররাতে জাকির হুসেনের পরিবারের তরফ থেকে উস্তাদের প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে। বলিউডে একের পর এক তারকা শেয়ার করছেন শোক বার্তা।
হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন
হৃদযন্ত্রের সমস্যার কারণে বহুদিন ধরেই শিল্পী ভুগছিলেন। তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছিল। তার মাঝেই হঠাৎ করেই গুজবের মতো রটে যায় যে, জাকির হুসেনের মৃত্যু হয়েছে। অপরদিকে শিল্পীর পরিবারের তরফ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনার অনুরোধ করা হয়। জাকির হুসেনের বোন জানান, “শিল্পী আশঙ্কাজনক। তবে বেঁচে আছেন। সকলে প্রার্থনা করুন”। কিন্তু শেষ রক্ষা হল না। শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, সান ফ্রান্সিসকোর হাসপাতালে।
বলিউডের সেলেবদের শোকবার্তা
করিনা কাপুর খান ভগ্ন হৃদয়ের শোক প্রকাশ করে কয়েকটা ছবি পোস্ট করেছেন। যেখানে এক ফ্রেমে রয়েছেন, অভিনেত্রীর বাবা রণধীর কাপুর এবং জাকির হুসেন। অমিতাভ বচ্চন তাঁর এক্স হ্যান্ডেলে লিখলেন, ” অত্যন্ত দুঃখের দিন”। কমল হাসান লিখলেন, “জাকির ভাই বড্ড তাড়াতাড়ি চলে গেলেন, তুমি আমাদের জন্য যে লিগ্যাসি রেখে গেলে তার জন্য আমরা চির কৃতজ্ঞ”। অভিনেতা রীতেশ দেশমুখ লিখলেন, “জাকির সাহেবের চলে যাওয়া শুধু ভারত নয়, গোটা বিশ্বের সঙ্গীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর সঙ্গীত আমাদের জন্য মূল্যবান উপহার। যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে”।
অক্ষয় কুমার লিখলেন, ” জাকির হুসেন সাহেবের প্রয়াণের খবরে খুব কষ্ট হচ্ছে। উনি ছিলেন প্রকৃত অর্থে আমাদের দেশের সংগীত জগতের মহীরুহ”। ফারহান আখতার লিখলেন, ” আমাদের সময়ের অন্যতম সেরা শিল্পী আর নেই। আপনার সঙ্গীত সৃষ্টি এবং মানবতার মাধ্যমে যে আনন্দ এনেছেন, তার জন্য অনেক ধন্যবাদ”।
আরও পড়ুন: Delhi Farmer Protest: কৃষকদের ‘দিল্লি চলো’ আন্দোলন; কাঁদানে গ্যাস, জল কামানে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা
বয়স হয়েছিল ৭৩ বছর
প্রকৃত অর্থে এখন পুরো সঙ্গীত কুল শোকস্তব্ধ। ৭৩ বছর বয়সে চিরতরে পরলোকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ওস্তাদ জাকির হুসেন। রবিবার শিল্পী রাকেশ চৌরাসিয়া জানিয়েছিলেন, জাকির হুসেনের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। তিনি আইসিইউতে রয়েছেন। তাঁকে নিয়ে সকলে খুবই উদ্বিগ্ন। এছাড়াও জানা গিয়েছিল বর্ষীয়ান শিল্পী রক্তচাপের সমস্যা শুরু হয়। তাই তড়িঘড়ি তাঁকে সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করা হয়।
৩ বছর বয়সে সফর শুরু
মাত্র তিন বছর বয়সে তিনি তবলা বাদক হিসেবে সফর শুরু করেন। মঞ্চে একক অনুষ্ঠানে তাক লাগানোর রেকর্ড রয়েছে মাত্র সাত বছর বয়সে। পদ্ম সম্মানে সম্মানিত হয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ তিনটি সম্মান। চলতি বছর পেয়েছেন গ্র্যামি পুরস্কার।