ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাতসকালে তৃণমূল নেতার বাড়ির দরজায় মিষ্টির বাক্স (Bomb In Sweet Box)। সেই বাক্স খুলতেই দেখা গেল ভিতরে রাখা দু’টি বোমা। ঘুম থেকে উঠে বাড়ির দরজার সামনে মিষ্টির প্যাকেট দেখে অবাক হয়েছিলেন মহিলা। তাঁর চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন পঞ্চায়েত প্রধান ছেলে। বুধবার সকালে এই ঘটনায় শোরগোল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতে। ঘটনাস্থলে গিয়ে বোমা উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা তৃণমূল প্রধানের বাড়িতে বোমা পাঠাল, তা নিয়ে শোরগোল পড়েছে দেগঙ্গার চৌরাশিয়া পঞ্চায়েত এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
রঙিন কাগজে মোড়া বাক্স (Bomb In Sweet Box)
দেগঙ্গার চৌরাশিয়া পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডল। বুধবার সকালে তাঁর বাড়ির দরজা খুলতেই দেখা যায়, সিঁড়ির উপর রঙিন কাগজে মোড়া একটি বাক্স রাখা (Bomb In Sweet Box)। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে পরিবারের বাকিদের ডাকা হয়। তাঁরা এসে রঙিন কাগজ খুলতেই দেখতে পান, ভিতরে একটি মিষ্টির বাক্স রাখা রয়েছে। বাক্স খুলতেই হতবাক পরিবারের সবাই। ভিতরে রাখা দুটি তাজা বোমা। রাজ্যে নয়ের দশকে স্পষ্ট হয়েছিল এই ‘পার্সেল বোমা কালচার’! ডাক মাধ্যমে পার্সেল পাঠানো হত। তার ভিতরে থাকত বোমা। পার্সেল খুলতেই বিস্ফোরণ ঘটত। প্রশ্ন উঠছে তাই কি ফিরে এল বাংলায়?
আরও পড়ুন: Surround SP Office: কাল বারুইপুরে এসপি অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির, শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের
ভয় দেখাতেই বোমা পাঠিয়েছে (Bomb In Sweet Box)
ঘটনাস্থলে আসেন দেগঙ্গা থানার পুলিশ। তদন্ত শুরু করেছে। পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডলের আশঙ্কা, রাজনৈতিক বিরোধী শিবির ভয় দেখাতেই বোমা পাঠিয়েছে। তবে এভাবে ভয় দেখানো সম্ভব নয় বলেও দাবি তাঁর। পুরো ঘটনায় তিনি এবং তাঁর পরিবার আতঙ্কিত। তৃণমূল পঞ্চায়েত প্রধানের মা বলেন, ‘‘সকালে উঠে দেখি মিষ্টির প্যাকেট রয়েছে সিঁড়িতে। খুলতেই চমকে উঠি। দেখি, মিষ্টির প্যাকেটে রয়েছে দুটো বোমা।’’ পঞ্চায়েত প্রধান বলেন, ‘‘কে বা কারা করেছেন, জানি না। কী উদ্দেশ্য জানি না। তবে গোটা ঘটনা পুলিশকে জানিয়েছি।’’