ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গোটা দেশজুড়ে এখন শোকের (Bonny Sengupta) ছায়া। মর্মান্তিক দুর্ঘটনায় হৃদয় কেঁপেছে দেশের প্রত্যেক মানুষের। টলিউড (Tollywood ) অভিনেতা (Actor ) বনি সেনগুপ্ত (Bonny Sengupta) । শুটিংয়ের কাজেই হোক কিংবা ব্যক্তিগত জীবনে বহুবার ট্রাভেল করেছেন এয়ার ইন্ডিয়াতে। সেখানে এয়ার ইন্ডিয়ার এমন দুর্ঘটনা তাঁকে কতটা ভাবাচ্ছে? তিনি কী মনে করছেন এ বিষয়ে? জানালেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে । কী বললেন অভিনেতা? এয়ার ইন্ডিয়াতে ওঠার আগে ভাববেন, কেন ঘটেছে এমন ঘটনা?
ঠাকুরের নাম নেওয়া (Bonny Sengupta)
অভিনেতা তাঁর নিজস্ব ব্যক্তিগত জীবনে কিংবা শুটিংয়ের (Bonny Sengupta) জন্য বহুবার বিদেশে গিয়েছেন। সেক্ষেত্রে অভিনেতা বলেন, এর আগেও বিমান দুর্ঘটনা শোনা গিয়েছে। তবে এবারের ঘটনাটা খুব কাছাকাছি অর্থাৎ গুজরাটের মতো জায়গায় হয়েছে । বিমান দুর্ঘটনাটি খুবই মর্মান্তিক। তিনি বলেন , ‘পরের বার উঠলে মনে হয় ঠাকুরের নাম করতে হবে। যাতে সব ঠিকঠাক যায় ও ঠিকঠাক ভাবে পৌঁছে যেতে পারি।”
আতঙ্কিত ! (Bonny Sengupta)
এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা কতটা মর্মান্তিক তা আর নতুন করে (Bonny Sengupta) বলার কিছু নেই। এমন দুর্ঘটনায় অভিনেতা বনি (Bonny Sengupta) বেশ চিন্তিত। এ প্রসঙ্গে অভিনেতা জানান, তিনি যে আতঙ্কিত তা বলবেন না, কারণ এতবার এয়ার ইন্ডিয়াতে উঠে গিয়েছেন, তাঁর মারাত্মক ভাবে ভয় লাগছে এমন ঘটনায় । এমন ঘটনা আগে কখনও ফেস করেননি। এটি এমন একটি দুঃসংবাদ, যা ভাবনারও বাইরে।
বিমানে ওঠার আগে ভাবনা
অভিনেতা বনি সেনগুপ্ত ( Bonny Sengupta) কী এরপরে এয়ার ইন্ডিয়াতে উঠবেন? ওঠার আগে কী ভাববেন? অভিনেতা জানান , এয়ার ইন্ডিয়াতে ওঠার আগে প্রশ্ন করবেন, ওটা ঠিক হবে কিনা? তিনি মনে করেন , এয়ার ইন্ডিয়া ( Air India) জানাবে কেন এমন ঘটনা ঘটেছে। অভিনেতা আশা করছেন, এয়ার ইন্ডিয়ার তরফ থেকে দুর্ঘটনার মূল কারণ প্রপার ইনভেস্টিগেশন করেই জানানো হবে।
আরও পড়ুন: Sanjay Kapoor Death: মৌমাছির কারণেই মৃত্যু, না ফেরার দেশে করিশ্মার প্রাক্তন স্বামী!
উচিত ছিল না
অভিনেতা বনি সেনগুপ্ত মনে করেন , এয়ার ইন্ডিয়া দুঃঘটনা খুবই দুর্ভাগ্যজনক। যেটা ঘটা একদমই উচিত ছিল না। অভিনেতা আশঙ্কা করছেন, এখনও কতজন মারা গেছে, তাঁদের নাম্বার আছে কিনা তা জানা নেই। তাই তিনি পুরোটা না জেনে মন্তব্য করবেন না । প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১ রানওয়ে ছেড়ে যাওয়ার পরে গুজরাটে আমেদাবাদ বিমানবন্দরে সীমানার কাছে ভেঙে পড়ে। শোকে স্তব্ধ বিশ্বব্যাপী মানুষ । এমন দুর্ঘটনায় ভয়ে আতঙ্কিত অনেকেই। তবে কেন এমন ঘটনা ঘটলো তার কারণ খুঁজছে সবাই।