Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলতি বছরের ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল দুটি বহু প্রতীক্ষিত ছবি (Box Office), টাইগার শ্রফ (Tiger Shroff) অভিনীত ‘বাঘি ৪’ (Baaghi 4) ও বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস'(The Bengal Files)। মুক্তির আগে এই দুই ছবি নিয়ে দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছিল। বিশেষ করে টাইগার শ্রফের অ্যাকশন ঘরানার ছবি ‘ বাঘি ৪’ এর জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন। অন্যদিকে ‘ দ্য কাশ্মীর ফাইলস’, ‘ দ্য কেরালা স্টোরি’ র সাফল্যের পর ‘ দ্য বেঙ্গল ফাইলস ‘ নিয়ে এক আলাদা উত্তেজনা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। তবে মুক্তির পর বাস্তব চিত্র অন্যরকম। দেখতে দেখতে দশ দিন কেটে গেলেও ছবি ১০০ কোটির ঘর পর্যন্ত পৌঁছাতে পারেনি এই দুই ছবি, এমনকি তার ধরে কাছেও যেতে পারেনি।

প্রশংসা পেয়েও, সাফল্য নেই (Box Office)
‘বাঘি ৪'(Baaghi 4) ছবিতে, টাইগার শ্রফের (Tiger Shroff) সাথে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। ছবিতে অ্যাকশন ও ড্রামায় ভরপুর হলেও দর্শকদের সাড়া তেমন পাওয়া যায়নি। কিছু দর্শক টাইগার ও সঞ্জয়ের অনস্ক্রিন জুটি নিয়ে প্রশংসা করলেও, গল্প ও উপস্থাপন নিয়ে সমালোচনাই বেশি করেছেন। টাইগার এবং সঞ্জয় দত্ত ছাড়াও হরনাজ সান্ধু (Harnaaz Kaur Sandhu) এবং সোনম বাজওয়াওকে ( Sonam Bajwa) দেখা গিয়েছে অভিনয়ে। উদ্বোধনী দিন প্রায় ১২ কোটি টাকা আয় করেছিল ‘ বাঘি ৪ ‘(Baaghi 4)। ভারতীয় বক্স অফিসে এখনও পর্যন্ত এই ছবিটি সংগ্রহ করেছে প্রায় ৪৯.৭৫ কোটি টাকা।
বক্স অফিসে ব্যর্থ! (Box Office)
অন্যদিকে ‘দ্য বেঙ্গল ফাইলস ‘( The Bengal Files) মুক্তির দিন আয় করেছিল মাত্র ১.৭৫ কোটি টাকা। এরপর দিনে দিনে ছবিটির আয় কমতে থাকে। দশ দিন পর ছবিটি ভারতীয় বক্স অফিসে ব্যবসা করেছে প্রায় ১৪.০৭ কোটি টাকা। শোনা গিয়েছে, এই ছবিটি পশ্চিমবঙ্গের কোনও প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে না। রাজ্যের দর্শকরাও এই ছবিটি দেখতে পাচ্ছে না , অর্থাৎ বলা যায় সেটিও এই ছবিটির আয় অনেকটা কমার কারণ হিসেবে দেখছে অনেকেই।
মন কাড়তে ব্যর্থ! (Box Office)
অবশ্য অনেকেই মনে করছেন, ছবিগুলির প্রচার ,বিতর্ক এবং গল্পের উপস্থাপন সব মিলিয়ে ছবিগুলি দর্শকের মন কাড়তে ব্যর্থ হয়েছে। বিশেষ করে মুক্তির আগে থেকেই বেঙ্গল ফাইলস নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক উঠেছিল অনেকখানিই। অন্যদিকে ‘বাঘি ৪’ এর ক্ষেত্রে দর্শকরা মনে করছেন, টাইগার শ্রফের আগের ছবিগুলোর তুলনায়, এই ছবির গল্প দুর্বল এবং ভিজুয়াল এফেক্টস ও অ্যাকশন দিক দিয়ে নতুনত্বের অভাব রয়েছে। সব মিলিয়ে এই দুই ছবি বক্স অফিসে বড়সড় ব্যবসা করতে পারেনি। তবে দেখার ,ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলে ছবিগুলি কতটা সাড়া ফেলতে পারে।
আরও পড়ুন: Ishani Chatterjee: মাস্ক পরেও রেহাই নেই পারুলের! রাস্তায় বেরোতেই বিপাকে অভিনেত্রী
বিতর্কিত বিষয় নিয়ে ছবি
উল্লেখ্য ‘দ্য বেঙ্গল ফাইলস’ রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নির্মিত একটি গভীর ছবি। পরিচালক বিবেক অগ্নিহোত্রী আগেও বিতর্কিত বিষয় নিয়ে ছবি বানিয়ে আলোচনায় এসেছেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা বিতর্ক ও জল্পনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ ছবিটিকে সাহসী প্রচেষ্টা বলেছেন, আবার অন্যদিকে অনেকে কটাক্ষ করেছেন ছবিটিকে নিয়ে।