Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ধূমকেতুর (Dhumketu) ঝড়ে কাঁপছে বাংলার বক্স অফিস। ছবিটা প্রথম সপ্তাহে ছক্কা হাঁকাবে, তা তো আগাম আন্দাজ করাই যাচ্ছিল। সেটাই মিলে গেল। প্রথম চার দিনে কত কোটি আয় করল ধূমকেতু ? এমনটা কি বাংলা সিনেমার ইতিহাসে আগে হয়েছে? এই মুহূর্তে বলিউডের (Bollywood ) ঠিক কোন কোন ছবিকে বাংলায় (Bangla) দাঁড়িয়ে ধূমকেতু টক্কর দিতে চলেছে? কেনই বা বারংবার বলা হচ্ছে, ধূমকেতু হতে পারে বাংলা ছবি ভবিষ্যৎ?
বাংলা ইন্ডাস্ট্রির হাল ধরছেন দেব (Dhumketu)
সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার মাধ্যমে বারংবার দেব (Dev ) বুঝিয়ে দিয়েছেন যে, তিনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিছু করতে চান। কারণ বিগত বেশ কয়েক বছরে বাংলা ছবি তৈরি হলেও, মানুষ হলমুখী হয়নি । কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে, উল্টো চিত্র। মানুষ হলে যাচ্ছে, নতুন করে বাংলা সিনেমাকে ভালবাসছে। আবার পুরনো আমেজে ফিরছে বাংলা সিনেমার সেই নস্টালজিয়া। আর সেই কান্ডারী ধরে রাখতে সাহায্য করছে টলিউডের বহু কলাকুশলী। যার মধ্যে অন্যতম ভাবে চলে আসছে দেবের নাম (Dhumketu)।
১০ বছর পর কামব্যাক (Dhumketu)
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেতা দেবকে বলতে শোনা গিয়েছিল, তাঁর আর শুভশ্রীর এই যে ১০ বছর পর কামব্যাক , একসাথে এক ফ্রেমে ধরা দেওয়া, মায়ের মন্দিরে পুজো দেওয়া, ধুমকেতুকে ফিরিয়ে আনা , সবটাই অবশ্যই হয়েছে দর্শকদের ভালোবাসার জন্য। তার পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রিকে তারা পুরনো জায়গায় ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছেন। ফলাফল যে হাতেনাতে পাচ্ছেন , তার প্রমাণ দিচ্ছে বক্স অফিস। কারণ প্রথম তিন দিনে ইতিমধ্যেই ধূমকেতুর আয় হয়েছে প্রায় সাত কোটির বেশি। বক্স অফিসে যে এখনো একই রয়েছে চ্যালেঞ্জ জুটির ম্যাজিক, তা বলাই বাহুল্য। শহর থেকে শুরু করে মফস্বল, সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স, সবকিছুতেই এখন ধূমকেতু ঝড়।

বক্স অফিসের রেজাল্ট (Dhumketu)
প্রাক্তন এই জুটির ছবি মাত্র পাঁচ দিনেই প্রায় ১০ কোটির গণ্ডি ছুঁতে পারে। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন ছবিটি মুক্তি পেয়েছে। মাঝখানে কম জল ঘোলা হয়নি । বিগত নয় বছর ধরে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই ছবিকে । কখনও বা দেব শুভশ্রীর সমস্যা, কখনও প্রযোজকের সঙ্গে দেবের সমস্যা। তারপর একে একে সমস্যা মিটিয়ে পর্দায় মুক্তি পাওয়া । লড়াই করেছেন ছবির কলা কুশলীরা। তাই হয়ত বড় একটা প্রভাব পড়েছে বক্স অফিসের রেজাল্টে (Dhumketu)।
বলিউডকে টক্কর
ধূমকেতু প্রথম দিনেই আয় করেছে দুই কোটির বেশি। দ্বিতীয় দিনে গিয়ে পৌঁছায় তিন কোটিতে। তৃতীয় দিনের আয় প্রায় দুই কোটির কাছে। আর একটা কথার না বললেই নয়, কারণ ধূমকেতু বাংলায় দাঁড়িয়ে টক্কর দিচ্ছে বলিউডকে। একদিকে কুলি, তো আরেকদিকে ওয়ার টু। বাংলার মানুষ বলিউড কিংবা দক্ষিণী নয়, বেশি ভালোবাসা দিচ্ছে বাংলা ছবিকেই। এটা কিন্তু বাংলা ছবির ভবিষ্যতের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং পজেটিভ দিক । এমনটাই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা (Dhumketu)।