Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald J. Trump) শুল্কনীতি ঘিরে আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে (BRICS Meeting)। এরই প্রেক্ষিতে আগামী সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার উদ্যোগে ভার্চুয়ালি বৈঠকে বসছে আন্তর্জাতিক গোষ্ঠী ‘ব্রিক্স’। ব্রাজিলের সরকারি সূত্রে জানা গিয়েছে, ট্রাম্পের শুল্কনীতির প্রভাব এবং বহুপাক্ষিক বাণিজ্যিক নীতি রক্ষার কৌশলই আলোচনার মূল বিষয় হবে।
ভারত ও ব্রাজিল সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত (BRICS Meeting)
ট্রাম্প ভারতের উপর শুল্ক চাপিয়েছেন রাশিয়া থেকে তেল আমদানির কারণে(BRICS Meeting)। অন্যদিকে ব্রাজিলের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তারা প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসেনারোর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ চালাচ্ছে। ফলত ভারত ও ব্রাজিলের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শুল্ককোপের সবচেয়ে বড় ধাক্কা এই দুই দেশই সামলাচ্ছে।
চিন ও রাশিয়ার ক্ষেত্রে ভিন্ন অবস্থান
যদিও ‘ব্রিক্স’-এর অন্যান্য সদস্যদেশগুলির উপর ট্রাম্পের শুল্কনীতি একরকম নয়(BRICS Meeting)। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চিনের সঙ্গে শুল্ক নিয়ে এখনও আলোচনা চলছে। রাশিয়াকে নানা ভাবে হুঁশিয়ারি দেওয়া হলেও সরাসরি শুল্ক চাপানো হয়নি। দক্ষিণ আফ্রিকার উপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ফলে সদস্যদেশগুলির স্বার্থ ভিন্ন হওয়ায় বৈঠক শেষে যৌথ বিবৃতি আসা কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।ট

আরও পড়ুন : Future Weapons of India : ভারতের ৫ টি ভবিষ্যৎ অস্ত্র! যা বদলে দেবে বহু ভূ-রাজনৈতিক সমীকরণ
আমেরিকাবিরোধী অবস্থান এড়াতে চাইছে ব্রাজিল
গত জুলাই মাসে রিও ডি জেনেইরোতে ব্রিক্স সম্মেলনের সময় ট্রাম্প এই জোটকে ‘আমেরিকাবিরোধী’ বলে আক্রমণ করেছিলেন(BRICS Meeting)। তবে এবার লুলা দা সিলভা স্পষ্ট করেছেন, আসন্ন ভার্চুয়াল বৈঠককে আমেরিকাবিরোধী রূপ দিতে চান না। কারণ, আগামী সপ্তাহেই ব্রাজ়িলে বলসোনারোর বিচারপ্রক্রিয়া শুরু হচ্ছে, যা নিয়ে ট্রাম্প আরও কঠোর পদক্ষেপ নিতে পারেন। ইতিমধ্যে ব্রাজ়িলের সুপ্রিম কোর্টের বিচারপতিদের ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন।
বদলে যাওয়া কূটনৈতিক সমীকরণ (BRICS Meeting)
বিশ্লেষকদের মতে, জুলাই মাসে অনেকেরই মনে হয়েছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ব্রিক্সকে কূটনৈতিক সুবিধা এনে দিতে পারে(BRICS Meeting)। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত-আমেরিকা সম্পর্কের মধ্যে টানাপড়েন তৈরি হয়েছে। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মোদীর সঙ্গে আলোচনায় বসেছেন এসসিও সম্মেলনে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে সমীকরণ এখন অনেকটাই পাল্টে গেছে।
আরও পড়ুন : Afghanistan Earthquake : আফগানিস্তানে ভূমিকম্পে মৃত ৮০০, ত্রাণ পাঠালো ভারত
কৌতূহলের কেন্দ্র ব্রিক্স বৈঠক(BRICS Meeting)
ট্রাম্পের শুল্কনীতির প্রেক্ষিতে আন্তর্জাতিক বাণিজ্যে কীভাবে একসুরে অবস্থান নেবে ব্রিক্স, তা নিয়েই এখন কৌতূহল তৈরি হয়েছে। সোমবারের বৈঠক থেকে কী বার্তা উঠে আসে, সেদিকেই তাকিয়ে বিশ্ব রাজনীতি।