ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জন্মদিনে কেক কিনতে যাওয়ার নাম করে সৎ ভাইকে (Brother Pushes Brother In River) নৌকা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তারই সৎ দাদার বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ এলাকায়। গতকাল রাত আনুমানিক ৯ টা নাগাদ নবদ্বীপ বড়ালঘাটে ঘটে যায় এমনই চাঞ্চল্যকর ঘটনা। জানা যাচ্ছে পাঁচ বছরের সৎ ভাইকে নৌকা থেকে জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল আনুমানিক ২০ বছর বয়সী সৎ দাদার বিরুদ্ধে। এই ঘটনায় তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিশ।
নৌকা থেকে ফেলে পালিয়ে যায় (Brother Pushes Brother In River)
নবদ্বীপ ব্লকের চর মাজদিয়া চর ব্রম্ভনগর গ্রামপঞ্চায়েতের কপালি পাড়া এলাকার বাসিন্দা জয়দেব বিশ্বাস এর পাঁচ বছরে সন্তানকে গতকাল রাতে তাঁর স্ত্রীর প্রথম পক্ষের বড় ছেলে সুমন দত্ত (বয়স আনুমানিক ২০) কেক কিনতে নবদ্বীপে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে যায়, পাশাপাশি এও জানা যায় নৌকা যখন নবদ্বীপ বড়ালঘাটের কাছে চলে আসে তখনই অভিযুক্ত সুমন দত্ত তার পাঁচ বছরের সৎ ভাইকে নৌকা থেকে ফেলে নৌকা (Brother Pushes Brother In River) থেকে পালিয়ে যায়।
ভিড়ে মিশে গেলেও চেনা যায়নি (Brother Pushes Brother In River)
ঘাটে উপস্থিত কিছু লোকজনের বিষয়টি নজরে আসে। তাঁরা ওই তরুণকে ধরার জন্য ছুটে যান। কিন্তু ততক্ষণে অভিযুক্ত নৌকা থেকে লাফ মেরে পালিয়ে যায়। ফলে তাকে আর ধরতে পারা যায়নি। জানা যাচ্ছে সুমন দত্তের মুখে ছিল মাস্ক যে কারণে ভিড়ে মিশে গেলেও চেনা যায়নি তাকে। শিশুটিকে উদ্ধারের জন্য গঙ্গায় রাতেই তল্লাশি শুরু হয় (Brother Pushes Brother In River)। কিন্তু শিশুটি ততক্ষণে জলে ভেসে গিয়েছে।
আরও পড়ুন: Child Abuse In Kaliganj: শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে পুলিশ ফাঁড়ি ঘেরাও স্থানীয়দের
‘বুঝতে পারিনি সুমনের মনে এ সব ছিল’
রাত হলেও দুই ছেলে না ফেরায় দুশ্চিন্তা বাড়ে ওই পরিবারে। সুব্রতকে ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে পরিবারের কাছে ওই দুঃসংবাদ আসে। বড় ছেলে ছোট ছেলের এমন ক্ষতি করবে, তা বিশ্বাস করতে পারছেন না মা বন্দনা। সুব্রতের মা বন্দনা বিশ্বাস বলেন, ‘সুব্রতকে ভরসা করেই সুমনের সঙ্গে ছেড়েছিলাম। আমি বুঝতে পারিনি সুমনের মনে এ সব ছিল।’ সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা জয়দেব বিশ্বাসও। পরিবারে শোকের ছায়া নামে। কিন্তু কেন এমন করল সে? সৎ ভাইয়ের উপর কি আগে থেকে আক্রোশ জমা হয়েছিল? সেজন্যই এসেছিল সে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে অভিযুক্তকে খুঁজে পেলে তবেই।
তল্লাসি অভিযান চালানো হচ্ছে
পুলিশও খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যায়। রবিবারও শিশুটির খোঁজে তল্লাশি চলছে। জলের তোড়ে শিশুটি ভেসে গিয়েছে। সেই অনুমান করা হচ্ছে। অভিযুক্তের খোঁজেও বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে ওই এলাকায়। নবদ্বীপের বড়ালঘাটে এখনও ওই শিশুর খোঁজে তল্লাসি অভিযান চালানো হচ্ছে। তবে মূল অভিযুক্ত সুমন এখনও পলাতক। পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছে।