ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিনক্ষণ ঘোষণা হল বাজেট অধিবেশনের(Budget Session 2025)। আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশেন। চলতে পারে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি সূত্রের খবর, ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman)। অর্থ মন্ত্রকের একটি সূত্রে শনিবার এ কথা জানা গিয়েছে।
কবে শুরু বাজেট অধিবেশন?(Budget Session 2025)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট(Budget Session 2025) পেশ হবে এ বার। সচরাচর সরকার গঠনের পর প্রথম বাজেট সংস্কারমুখী হয়। তবে এবার মোদি সরকার জনমহিনী বাজেট পেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্যে দিয়েই শুরু হবে অধিবেশন । ৩১ ফেব্রুয়ারি প্রথম দিনই সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় তিনি বক্তৃতা দেবেন ৷ বাজেট অধিবেশনের দুটি পর্যায়ের প্রথম ভাগ ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মাঝে বিরতির পরে আবার ১০ মার্চ থেকে ৪ এপ্রিল বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় চলবে।
আসন্ন বাজেটে কী থাকতে পারে?(Budget Session 2025)
প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে অষ্টম বারের মতো বাজেট প্রস্তাব পেশ করতে চলেছেন নির্মলা। কেমন হবে আসন্ন কেন্দ্রীয় বাজেট? মধ্যবিত্তদের জন্য কি কিছু থাকবে এবার? নির্মলার ঝুলিতে কী রয়েছে এবার? এখন প্রশ্নই সকলের মনে। তবে বাজেটে(Budget Session 2025) বিশেষ জোর দেওয়া হতে পারে কৃষক সমস্যার উপর। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে যদি এ পর্যন্ত কোনও গণআন্দোলন বিব্রত করে থাকে, সেটা কৃষক বিক্ষোভ। ২০২১ সালে কৃষকদের আন্দোলনের জেরে কৃষি আইন প্রত্যাহারও করতে হয় কেন্দ্রকে। কিন্তু তারপরও সমস্যা মেটানো যায়নি। শোনা যাচ্ছে, এবার পিএম কিষান যোজনার বরাদ্দ একধাক্কায় অনেকটা বাড়তে পারে। সূত্রের খবর, কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ, সংস্কারে যেমন বাজেটে জোর দেওয়া হচ্ছে তেমনই জোর দেওয়া হবে কৃষকদের আয় বাড়ানোর ক্ষেত্রে।
আরও পড়ুন: Arvind Kejriwal: দিল্লি মেট্রোয় পড়ুয়াদের ছাড়ের আর্জি, ভোটের আগে প্রধানমন্ত্রীকে চিঠি কেজরির
সংসদে পেশ হতে পারে আইন বদল সংক্রান্ত বিল
এছাড়া কীভাবে কৃষি, ক্ষুদ্র ও ছোট শিল্পক্ষেত্র (এমএসএমই) এবং উৎপাদন ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তোলা যায় এবং এই ক্ষেত্রগুলি থেকে কীভাবে আরও বেশি মাত্রায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে সে বিষয়েও দিশা দেখাতে পারে বাজেট। আগামী বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা আয়কর আইন বদল সংক্রান্ত বিল সংসদে পেশ করতে পারেন। কেন্দ্রের দাবি, এর ফলে আয়কর ব্যবস্থা আরও সরল হবে। মূল্যবৃদ্ধির মাথায় রেখে বাজেটে আয়করের হার কমানো বা স্তরে বদলের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
আরও পড়ুন: Air Squadern NCC: উধমপুরে ইতিহাস সৃষ্টি করল এনসিসি-র নতুন এয়ার স্কোয়াড্রন