ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জ মাজদিয়া সীমান্তবর্তী এলাকায় শুক্রবার উদ্ধার হয় ৩ টি বাঙ্কার (Bunkers Found in Nadia)। শনিবার বিএসএফ (BSF) পুনরায় তল্লাশি অভিযান চালালে আরও একটি বাঙ্কারের খোঁজ মেলে। এই নিয়ে একই এলাকা থেকে ৪ টি বাঙ্কার উদ্ধার (Rescue 4 Bunkers) হয়েছে গত ২৪ ঘন্টায়। বাঙ্কারগুলি থেকে নিষিদ্ধ কাফ সিরাপ (Banned Cough Syrup) উদ্ধার করেছে বিএসএফ (Bunkers Found in Nadia)।
সীমান্ত এলাকায় ফের উদ্ধার বাঙ্কার (Bunkers Found in Nadia)
শুক্রবারের পর শনিবারও মিলল বাঙ্কারের হদিশ। ঘটনাস্থল নদিয়ায় ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী (India-Bangladesh Border) মাজদিয়া গ্রাম (Majdia village)। উদ্ধার হয়েছে বিপুল পরিমান নিষিদ্ধ কফ সিরাপ (Banned Cough Syrup))। জানা গিয়েছে, শুক্রবার এই এলাকাতেই মাটির তলায় তিনটি বাঙ্কারের খোঁজ মেলে। এলাকার দেড় কিলোমিটারের মধ্যে এই চারটি ভূগর্ভস্থ বাঙ্কার, অথচ জানতেই পারলেন না কেউ (Bunkers Found in Nadia)?
বাঙ্কারগুলিতে কোটি টাকার কফ সিরাপ (Bunkers Found in Nadia)
প্রথমে শুক্রবার খবর পেয়ে টুঙ্গির বর্ডার আউট পোস্টের সদস্যরা মাজদিয়ার নাঘাটায় তল্লাশি অভিযান চালায়। সঙ্গে ছিলেন বিএসএফ (BSF) অফিসার, জওয়ান এবং স্থানীয় পুলিশ। তল্লাশির সময় ৩টি ভূগর্ভস্থ বাঙ্কারের খোঁজ মেলে। অভিযোগ, মাটি খুঁড়ে সেখানে লোহার ট্রাঙ্ক বসানো হয়েছিল। লোহার সেই বাঙ্কার থেকে উপরে ওঠার সিঁড়িও রয়েছে। বাঙ্কারের ভিতরে সাজানো ছিল প্রচুর ফেনসিডিলের শিশি। এক-একটি বাঙ্কার ১০ ফুট, কোনওটা ১২ ফুট (Bunkers Found in Nadia)।
আরও পড়ুন: Free Entry: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হুঁশ বনদফতরের, কুলিক পক্ষীনিবাসে এবার বিনামূল্যেই প্রবেশ
শনিবারও এলাকায় তল্লাশি অভিযান (Search operation in the area on Saturday)
শুক্রবারের পর শনিবারও এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। উদ্ধার হয় আরও একটি বাঙ্কার। খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে তৈরী হয় আতঙ্কের পরিবেশ। পুরো এলাকা ঘিরে ফেলেন বিএসএফ ও পুলিশ আধিকারিকরা। ৪টি বাঙ্কার থেকে উদ্ধার হয়েছে ৬২ হাজার ২০০ বোতল ফেন্সিডিল। যার বাজারমূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।
বাঙ্কার তৈরির নেপথ্যে কোন রহস্য ? (What is the secret behind making the buker)
প্রাথমিকভাবে বিএসএফের (BSF) অনুমান, এই বাঙ্কারগুলিকে ফেন্সিডিল পাচারের (Phencidyl Trafficking) কাছে ব্যবহার করত পাচারকারীরা। তবে এই বাঙ্কারগুলিতে মানুষ থাকত বলেও অনুমান তাদের। এমনকী মানবপাচার ও অস্ত্রপাচারেও বাঙ্কারগুলিকে ব্যবহার করা হত বলে অনুমান।
বাঙ্কার তৈরির উদ্দেশ্যই বা কী (What Is the Purpose Of Making Bunker?)
কিভাবে তৈরী করা হল বাঙ্কারগুলি ? কারা তৈরী করল ? তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। জানা গিয়েছে, জমিটি ব্যক্তিগত মালিকানাধীন। কিন্তু সেই মালিকের খোঁজ মেলেনি এখনও। এ কাজ কোনও ভাবেই এক দিনের নয় বলেই দাবি বিএসএফ ও পুলিশের। সীমান্তবর্তী এলাকায় প্রশাসন ও স্থানীয়দের নজর এড়িয়ে কী ভাবে এ কাজ হল ? এই বাঙ্কার তৈরির উদ্দেশ্যই বা কী ? নিছক চোরা চালান, নাকি অনুপ্রবেশ বা নাশকতার ছক ? প্রশ্ন উঠলেও উত্তর এখনও অধরা।
‘অপারেশন অ্যালার্ট’ জারি বিএসএফের (BSF issued ‘Operation Alert’)
সাধারণতন্ত্র দিবসের আগে বাংলাদেশ সীমান্তে (Bangladesh Border) ‘অপারেশন অ্যালার্ট’ (‘Operation Alert’) জারি করেছে বিএসএফ (BSF)। উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে মহড়া চালানো হবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শও দেওয়া হয়েছে।তারই মধ্যে ২৪ ঘন্টায় এলাকায় পরপর বাঙ্কার উদ্ধারের ঘটনায় উদ্বেগ বেড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ায়।