ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ছাব্বিশের ভোটের আগে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ফুরফুরা শরিফ সফর নিয়ে ভোটের সমীকরণ দেখছে অনেকেই। এবার তাদের পাল্টা নিশানা করলেন মুখ্যমন্ত্রী। আমি যখন কাশি বিশ্বনাথ, পুষ্করে যাই তখন এই প্রশ্ন তো করেন না, ফুরফুরার ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন? সম্প্রীতি বার্তা দিয়ে শুভেন্দুকে জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
ফুরফুরায় ভোটের রাজনীতি ? (Mamata Banerjee)
সোমবার ফুরফুরার পীরজাদাদের সঙ্গে একান্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অংশ নেন সরকারি উদ্যোগে আয়োজিত ইফতার মজলিসে। রমজান মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরিফে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী থেকে বিরোধীরা। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী ভোটের রাজনীতি করতে ফুরফুরায় গিয়েছেন। এদিন বিকেলে ফুরাফুরা শরিফের অনুষ্ঠান থেকে যার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫- ১৬ বার এসেছি। আজ নতুন নয়। অনেকে বলছে ভোটের সমীকরণ। কিন্তু আমি যখন কাশি বিশ্বনাথ, পুষ্করে যাই তখন এই প্রশ্ন তো করেন না? ফুরফুরার ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন? সম্প্রীতি বার্তা দিয়ে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, বিরোধীদের এই ‘ধর্মের রাজনীতি’র অভিযোগ নিয়ে তিনি বিরক্ত।
আরও পড়ুন : Bhangar Incident: মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
ফুরফুরায় মমতার বড় ঘোষণা (Mamata Banerjee)
ফুরফুরা শরীফে আজ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ১০০ শয্যার হাসপাতালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে ঘোষণা করলেন এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি পলিটেকনিক কলেজ ও একটি বাস স্ট্যান্ড করা হবে। আবু বক্কর সাহেবের নামে হাসপাতাল ও পলিটেকনিক কলেজ হবে। জানালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : Child theft Case: মেয়ের কোল ভরাতে শিশু চুরি! গ্রেফতার দম্পতি
তৃণমূল ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার ফুরফুরায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। বলাইবাহুল্য, সংখ্যালঘুদের এই তীর্থক্ষেত্রে ঠিক ভোটের আগে মুখ্যমন্ত্রীর সফর রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।