ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এর আগে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, দিল্লি পরিবহন কর্পোরেশন (ডিটিসি) সম্পর্কিত কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) অডিট রিপোর্টের (CAG Report) উপর আলোচনার সময় অভিযোগ করেছিলেন যে পূর্ববর্তী আম আদমি পার্টি (এএপি) সরকারের অধীনে ডিটিসি ৭০,৪৭১ কোটি টাকার ক্ষতি করেছে।
১ এপ্রিল পেশ হবে যানবাহনের বায়ু দূষণ নিয়ে CAG রিপোর্ট (CAG Report)
দিল্লি বিধানসভায় আগামী ১ এপ্রিল “যানবাহনের বায়ু দূষণ প্রতিরোধ” বিষয়ে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG)-এর নতুন অডিট রিপোর্ট পেশ করা হবে (CAG Report)। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিধানসভায় এই রিপোর্ট উপস্থাপন করবেন।
DTC-র ক্ষতির দায় AAP সরকারের ওপর চাপালেন মুখ্যমন্ত্রী (CAG Report)
এর আগে, দিল্লি পরিবহন নিগম (DTC) নিয়ে CAG রিপোর্ট নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা অভিযোগ করেন (CAG Report), পূর্বতন আম আদমি পার্টি (AAP) সরকার DTC-কে ৭০,৪৭১ কোটি টাকার ক্ষতির মুখে ফেলেছে।
তিনি বলেন, “ওরা লাভজনক দপ্তরকে লোকসানে পরিণত করেছে। DTC-র ১৪,১৯৮ কোটি টাকার কার্যকরী ক্ষতি হয়েছে। ৮১৪টি রুটের মধ্যে মাত্র ৪৬৮টি রুটে বাস চলেছে। টাকা খরচ হয়েছে শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য। কেন্দ্র থেকে পাওয়া ২৩৩ কোটি টাকাও খরচ করা হয়নি। আগে DTC-র ৪৩৪৪টি বাস ছিল, যা তাদের শাসনে কমে দাঁড়িয়েছে ৩৯৩৭টিতে।”
DTC শেয়ার বিক্রিতে দুর্নীতির অভিযোগ
রেখা গুপ্তা আরও অভিযোগ করেন, DTC-র পার্টনার এজেন্সি IDFC দিল্লি সরকারকে তার শেয়ার কেনার পরামর্শ দিয়েছিল। তিনি বলেন, “ওরা সেই প্রস্তাব গ্রহণ করেনি। এরপর IDFC তার ৯৫ কোটি টাকার শেয়ার মাত্র ১০ কোটি টাকায় একটি বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দেয়। সরকারের কাছে কি ১০ কোটি টাকাও ছিল না? আজ DTC-র মূল্য মাত্র ২০ কোটি টাকা। ওরা DTC-কে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। বর্তমানে ৪ হাজার বাস চালক বেতন পাচ্ছেন, কিন্তু তাদের চালানোর জন্য বাস নেই।”
আরও পড়ুন: School Fee: মাত্র ৮০০ টাকা স্কুল ফি বাকি, পরীক্ষায় বসতে না দেওয়ায় আত্মঘাতী ছাত্রী
DTC-কে লাভজনক করার পরিকল্পনা
CAG রিপোর্ট পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-তে পাঠানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা শুধুমাত্র DTC-কে লাভজনক করব না, বরং এটিকে আয়কারী সংস্থায় পরিণত করব। মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার কার্ড ইস্যু করব। কিন্তু আজ পর্যন্ত কোনো তথ্য নেই, ঠিক কতজন মহিলা বিনামূল্যে যাতায়াত করছে।”
আরও পড়ুন: Fact Check: মসজিদের সামনে হোলি খেলতে বাধা দেওয়ায় ‘খুন’ মুসলিম যুবক?
DTC-র কাজকর্ম নিয়ে বিধানসভায় বিস্তারিত আলোচনা
CAG রিপোর্টে ২০১৫-১৬ সাল থেকে ২০২১-২২ পর্যন্ত DTC-র কার্যকলাপ বিশ্লেষণ করা হয়েছে। এই রিপোর্টে DTC-র দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সরকারের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে দিল্লির করদাতাদের কোটি কোটি টাকা অপচয় হয়েছে। এখন এই রিপোর্ট সরকারি সংস্থাগুলির কমিটির কাছে পাঠানো হয়েছে এবং তিন মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, পরিবহন দপ্তর ও DTC-কে এক মাসের মধ্যে তাদের ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ বিধানসভা সচিবালয়ে জমা দিতে হবে।