দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আর্থিক দুর্নীতির মামলায় (Cal HC On Bank Scam) এফআইআর দায়ের না হওয়ায় সিবিআই-কে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। 'বাংলায় থেকেই সিবিআই-এর এই অবস্থা। রাজ্যের অনুমোদন চাইতে গেলে, তা ডাস্টবিনে চলে যাবে।' পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
Ad image