ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ট্রেনি এমএস ইএনটি হওয়া সত্বেও এমএস ইএনটি দাবি করে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসক হিসেবে কাজ করার অভিযোগ ওঠে আরজি করে চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে (Calcutta High Court on Asfakulla)। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এফআইআর দায়ের হয়। অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় এফআইআর এবং সমস্ত তদন্ত প্রক্রিয়ার উপর ৬ সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
চিকিৎসকের বিরুদ্ধে এই এফআইআর উদ্দেশ্যপ্রণোদিত বলেই মন্তব্য বিচারপতির। এখনও পর্যন্ত মামলাকারী যে তথ্য প্রমাণ আদালতে পেশ করেছে তাতে ওই চিকিৎসক কোনও অপরাধমূলক কাজ করেছেন বা সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসভঙ্গ করেছেন, তার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানান বিচারপতি। আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে এই নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। তার এক সপ্তাহের মধ্যে উত্তর দিতে হবে অভিযুক্ত চিকিৎসককে। মামলার পরবর্তী শুনানি ২৮ ফেব্রুয়ারি (Calcutta High Court on Asfakulla)।
এই মামলার গত শুনানিতে রাজ্য দাবি করেছিল যে অভিযুক্ত চিকিৎসক আসফাকুল্লা নাইয়া (Calcutta High Court on Asfakulla) একজন ট্রেনি এমএস ইএনটি। তিনি এখনও সেই ডিগ্রি লাভ করেননি। অথচ এমএস ডিগ্রি দেখিয়ে একাধিক বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তিনি চিকিৎসা করছেন। যা সম্পূর্ণ অপরাধ। অভিযুক্ত চিকিৎসকের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে দাবি করেছিলেন কোন রোগী আস্তা খুলনা নাইয়ার বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির কোন অভিযোগ আনেননি। ওই চিকিৎসক কোথাও দাবি করেন নি তার ডিগ্রী অর্জন হয়ে গিয়েছে। এবং চিকিৎসকের সেই ডিগ্রী ওয়ালা কোন প্রেসক্রিপশন ও পুলিশ পেশ করতে পারেনি। সব পক্ষের বক্তব্য শুনে রাজ্যের কাছ থেকে কেস ডায়েরি দলক করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আরও পড়ুন: https://tribetv.in/the-accused-of-fake-passport-news-was-bangladeshi/
এদিন শুনানিতে রাজ্যের পক্ষ থেকে কেস ডায়েরি পেশ করা হয় আদালতে (Calcutta High Court on Asfakulla)। কিন্তু সেই কেস ডায়েরি দেখে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যে ক্লিনিকে চিকিৎসক আসফাকুল্লা নাইয়া চিকিৎসা করতেন তার কয়েকটি সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন ছাড়া অভিযুক্ত চিকিৎসকের কোনও প্রেসক্রিপশন বা লেটারহেড কেস ডায়েরিতে দেখাতে পারেনি রাজ্য।
আরও পড়ুন:https://tribetv.in/people-mixed-reactions-on-rg-kar-verdict-news/
সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর নির্দেশে বলেন: যে নথি দেওয়া হয়েছে তাতে এই মুহূর্তে আমি কোনও অপরাধ খুঁজে পাচ্ছি না। এবং পরবর্তী তদন্তের কোনও প্রয়োজন রয়েছে বলেও মনে করছি না। আমার মনে হয়েছে এটা উদ্দেশ্যপ্রণোদিতে এফআইআর। তাই আগামী ৬ সপ্তাহের জন্য সমস্ত তদন্তের উপর স্থগিতাদেশ জারি করা হল। তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। তার এক সপ্তাহের মধ্যে উত্তর দিতে হবে অপরপক্ষকে। আগামী ২৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি (Calcutta High Court on Asfakulla)।