ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় জেল হেফাজতে থাকা নারকেলডাঙ্গা থানার তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জামিন শর্তসাপেক্ষে মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্ত। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন মৃত অভিজিৎ সরকারের পরিবার। খুব শীঘ্রই দুই পুলিশ কর্মীর জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (SLP) দাখিল করা হবে বলে জানিয়েছেন মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার।
এসআই ও হোমগার্ডের জামিন (Calcutta High Court)
২০২১ সালে ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় অভিযুক্ত কলকাতা পুলিশের নারকেলডাঙ্গা থানার তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জামিনের আবেদন মঙ্গলবার মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি জয় সেনগুপ্ত জেল হেফাজতে থাকা ওই দুই পুলিশকর্মীর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন।
শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর (Calcutta High Court)
আদালতের (Calcutta High Court) দেওয়া শর্তে বলা হয়, রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথ নারকেলডাঙা থানায় আর কাজ করতে পারবেন না।নিহত অভিজিৎ সরকারের বাড়ির ত্রিসীমানাতেও ঘেঁষতে পারবেন না তাঁরা। কাউকে কোনওরকম হুমকি দিতে পারবেন না। তথ্য-প্রমাণ সহ কোনও নথি নষ্ট করতে পারবেন না। মামলার শুনানির দিন নিয়মিত হাজিরা দিতে হবে আদালতে।
সিবিআই আদালতের ভূমিকায় ক্ষোভপ্রকাশ বিচারপতির
মঙ্গলবার এই মামলার শুনানিতে বিশেষ সিবিআই আদালতের (Calcutta High Court) ভূমিকা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুনানিতে বিচারপতি সেনগুপ্ত মন্তব্য করেন, বিচারবিভাগীয় শৃঙ্খলা মেনে চলা উচিত নিম্ন আদালতের। একই ঘটনায় যখন অন্য এক অভিযুক্তের করা মামলায়, হাইকোর্ট যখন তার পর্যবেক্ষণে নিম্ন আদালতে মামলা মুলতবি রাখার কথা বলছে, তখন এই দুই পুলিশ কর্মীকে এজলাস থেকে জেলে পাঠানোটা মোটেও বিচারবিভাগীয় শৃঙ্খলা নয়।
আরও পড়ুন :
জামিনের বিরোধিতা সিবিআইয়ের
উল্লেখ্য, এই মামলায় গত ১৬ জুলাই সিবিআই-এর বিশেষ আদালত রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথকে ৩১ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল। সেইসঙ্গে কলকাতা পুলিশের নারকেলডাঙা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন এবং সুজাতা দে নামক আরেক অভিযুক্তের জামিনের আবেদনও খারিজ করে তাঁদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। তারপরই রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথ কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানান। সিবিআই তাঁদের জামিনের বিরোধিতা করলেও মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত শর্তসাপেক্ষে দু’জনের জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন :
এবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবং দুই পুলিশ কর্মীর জামিনের বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন মৃত অভিজিৎ সরকারের পরিবার। খুব শীঘ্রই এই নিয়ে স্পেশাল লিভ পিটিশন দাখিল করতে চলেছে তাঁর পরিবার। মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার জানান, সিবিআই-এর ভূমিকা ও তদন্তে তাঁরা খুশি নন। রাজ্যের পুলিশ-প্রশাসনের থেকেও তাঁরা কোনও সুবিচার আশা করেন না। অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছেন। তাই প্রকৃত দোষীদের যাতে কঠিনতম শাস্তি হয়, সেই সুবিচার পেতেই তাঁরা সুপ্রিম কোর্টে এসএলপি করতে চলেছেন।