ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সিবিআই মামলায় অস্বস্তি বহাল কালীঘাটের কাকুর। নিয়োগ দুর্নীতিতে সুজয়কৃষ্ণ ভদ্রের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেও সিবিআইয়ের মামলায় নতুন করে গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র।
সোমবার মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান ইতিমধ্যেই নিম্ন আদালত থেকে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। যার অর্থ তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং যে কোনও মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারে। বিচারপতি জয়মাল্য বাগচী সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন করেন, সিবিআই সুজয় কৃষ্ণ ভদ্র কে গ্রেফতার করলে কেন তাঁকে এখনও পর্যন্ত আদালতে হাজির করা হয়নি? কেন হেফাজতে নেওয়া হয়নি? বিচারপতি বাগচী এও বলেন, যদি অভিযুক্তকে গ্রেফতার করা হয়, তবে তাঁর জামিন পাওয়ার অধিকারও থাকবে।
আরও পড়ুন: https://tribetv.in/tmc-win-at-bardhaman-samabay-election-2024/
আরও পড়ুন: https://tribetv.in/tribute-ambedkar-and-sardar-vallav-bhai/
তার উত্তরে সিবিআই এর আইনজীবী ধীরাজ ত্রিবেদী আগাম জামিনের আবেদনের বিরোধিতা করে জানান, সুজয়কৃষ্ণ ভদ্র শারীরিকভাবে অসুস্থ হওয়ায় জেল হাসপাতালে ছিলেন এবং জেলের সুপার জানিয়েছিলেন তিনি সেই অবস্থায় নেই। যেহেতু প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়েছে তাই তদন্তকারী সংস্থা যেকোনো মুহূর্তে তাঁকে হেফাজতে নিতে পারে। তাই এখন আগাম জামিনের আবেদন গ্রহণযোগ্য নয়। যদিও সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতে দাবি করেন, প্রোডাকশন ওয়ারেন্ট এখনও জারি হয়নি। শুধু হেফাজতে নেওয়ার নোটিশ জারি হয়েছে। এমনকি গ্রেফতারও করা হয়নি। তাই এক্ষেত্রে অবশ্যই আগাম জামিনের আবেদন করা যায়। দুই পক্ষের বক্তব্য শুনে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।