ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra Bail) ওরফে ‘কালীঘাটের কাকু’কে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে।
ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। মঙ্গলবার সিবিআইয়ের মামলাতেও জামিন মঞ্জুর হল তাঁর। হাইকোর্ট জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণেই অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে অভিযুক্তকে।
সিবিআইয়ের মামলায় অন্তর্বর্তী জামিন (Sujay Krishna Bhadra Bail)
এদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra Bail) গতিবিধির উপর নজর রাখবে সিবিআই। তাই তাঁর সঙ্গে মোতায়ন থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। চিকিৎসার প্রয়োজন ছাড়া তিনি অন্য কোনও কাজে বাইরে যেতে পারবেন না।
চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া তিনি অন্য কোনও ব্যক্তি বা কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে কথা বলা বা দেখা করতে বা যোগাযোগ রাখতে পারবেন না। তাঁর দু’টি মোবাইল নম্বর সিবিআই-এর কাছে জমা রাখতে হবে। আগামী ২০ মার্চ পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে তিনি চিকিৎসা এবং প্রয়োজনে অস্ত্রোপচারও করাতে পারবেন। ২০ মার্চ মামলার পরবর্তী শুনানি।
এদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে সুজয় কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra Bail) শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সুজয় কৃষ্ণ ভদ্রের দু’টি বেসরকারি হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট অত্যন্ত উদ্বেগজনক। তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। তাঁকে এনজিওপ্লাস্টি করার প্রয়োজন রয়েছে।
বিচারপতি বলেন, এই অবস্থায় যদি সুজয় কৃষ্ণ ভদ্রের মৃত্যু হয়, তাহলে সেই দায় কে নেবে? তাই তাঁর অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। তাই এখনই আদালত মামলার মূল বিষয়টি বিবেচনা করতে চাইছে না। আদালত মনে করছে শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণেই তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়া উচিত।