Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : অনিকেত মাহাতোদের বদলির মামলার শুনানি হাইকোর্টেই (Calcutta High Court) হবে। রাজ্যের আবেদন খারিজ করে জানিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনিকেত মাহাতোদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর।
বদলি মামলায় স্বস্তি অনিকেত মাহাতোদের (Calcutta High Court)
বদলি মামলায় কিছুটা স্বস্তি পেলেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ তথা জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদাররা। রাজ্যের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। এই সংক্রান্ত মামলার শুনানি ‘সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে’ নয়, হাইকোর্টেই (Calcutta High Court) হবে বলে বুধবার সাফ জানিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
রাজ্যের আবেদন খারিজ (Calcutta High Court)
অনিকেত মাহাতো সহ তিন জুনিয়র চিকিৎসককে হঠাৎই অন্যত্র বদলি করা হয়। বেছে বেছে কয়েকজনকই ট্রান্সফার করা হয়। তাই এই বদলিকে সম্পূর্ণ অনৈতিক বলে দাবি করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন তাঁরা। সেই মামলায় রাজ্য দাবি করে, যেহেতু এই চিকিৎসকদের বেতন রাজ্য সরকার দেয়, তাই এই বিষয়টি স্যাটে (সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল) শুনানি হওয়া উচিত। হাইকোর্টে (Calcutta High Court) এই শুনানি হওয়া উচিৎ কি না, তা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। বুধবার রাজ্যের সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
আরও পড়ুন : Railway: যাত্রীদের চাপ সামলাতে বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনে, বাড়ছে ট্রেন সংখ্যা
অনিকেত মাহাতো-সহ তিন চিকিৎসক অভিযোগ করেন, এমডি, এমএস প্রশিক্ষণের মধ্যে থাকা অবস্থাতেই তাঁদের রাজ্য সরকারের তরফে অন্যত্র বদলি করা হয়েছে। তাঁরা কোনও নিয়মিত চাকরির আওতায় নন, বরং চুক্তিভিত্তিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। আর যদি কোনও নিয়োগ করতেই হতো তাহলে বিজ্ঞপ্তি দিতে হতো প্রথমে। তাই তাঁরা কেউ নিয়োগ পদ্ধতির আওতায় পড়েন না।ফলে তাঁদের ক্ষেত্রে বদলির প্রশ্নই ওঠে না।
আরও পড়ুন : Kolkata Metro: এক বছরেও খুলবে না কবি সুভাষ মেট্রো স্টেশন! চরম দুর্ভোগের মুখে যাত্রীরা
অনিকেত মাহাতোদের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়
বুধবার এই মামলার শুনানিতে রাজ্যের আবেদন খারিজ করে বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়ে দিলেন, তাঁর এজলাসেই এই সংক্রান্ত মামলার যাবতীয় শুনানি হবে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনিকেত মাহাতোদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি বসুর পর্যবেক্ষণ, এই ধরনের পদক্ষেপ করার আগে রাজ্য ভবিষ্যতে একবার হলেও ভাববে। এতে আদালতের মূল্যবান সময় নষ্ট হবে না।