Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কসবা আইন কলেজের ছাত্রী নির্যাতনের ঘটনার পর রাজ্যের কলেজ গুলোর ইউনিয়ন রুম নিয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ জারি করতে উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের।
কী বলেছে হাইকোর্ট?(Calcutta High Court)
নির্বাচন হয়নি, কলেজে কোনও নির্বাচিত ইউনিয়ন নেই। অথচ খোলা থাকছে ইউনিয়ন রুমও, রমরমিয়ে চলছে ইউনিয়ন। এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। এবার সেই মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের(Calcutta High Court)। রাজ্যের সব কলেজের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। আদালতের নির্দেশ অনুযায়ী, রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে দ্রুত নোটিশ জারি করে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। যতদিন না আদালতের তরফে নতুন কোনও নির্দেশ আসে, ততদিন এই রুমগুলি বন্ধই থাকবে।
ইউনিয়ন রুম নিয়ে জনস্বার্থ মামলা সায়ন বন্দ্যোপাধ্যায়ের(Calcutta High Court)
মামলাকারী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, ‘‘উচ্চশিক্ষা দফতর RTI-র উত্তরে জানিয়েছে, রাজ্যের কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। কোনও বৈধ ছাত্র সংসদ বা কাউন্সিল নেই। তা হলে স্টুডেন্ট ইউনিয়ন রুম খোলা থাকার কোনও যুক্তিসংগত কারণ থাকতে পারে না।’’ তাঁর অভিযোগ, কসবা ল’ কলেজে ছাত্রী নির্যাতনের ঘটনাও ইউনিয়ন রুমকে কেন্দ্র করেই ঘটেছে। ফলে এমন রুমগুলিকে অবিলম্বে তালাবন্ধ করা জরুরি।
উচ্চশিক্ষা দফতরকে দ্রুত নোটিশ জারির নির্দেশ হাইকোর্টের
বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী রাজ্যের সব কলেজ, বিশ্ব বিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ করে দিতে উচ্চশিক্ষা দফতরকে দ্রুত নোটিশ জারি করতে হবে। কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউনিয়ন রুম তালা বন্ধ করে রাখবে। কোনও রকম বিনোদনের জন্য ইউনিয়ন রুম ব্যবহার করা যাবে না। জরুরি কোনও প্রয়োজন হলে বিশ্ব বিদ্যালযের রেজিস্ট্রারের কাছে যথাযথ কারণ জানিয়ে চিঠি দিয়ে আবেদন করতে হবে। এই মামলায় কার্যত আইনের জয় হল বলেই মনে করছেন সায়ন বন্দ্যোপাধ্যায়।