ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজকাল কুকুর পোষার প্রবণতা ব্যাপকভাবে বাড়ছে। পোষ্যদের মানসিক শান্তি নিশ্চিত করতে এবার দক্ষিণ কলকাতায় খুলতে চলেছে দ্য সিয়াটেল ভেটেরিনারি হাসপাতাল (Veterinary Hospital)। বেঙ্গালুরু, দিল্লি ও কানাডার অভিজ্ঞ পশু চিকিৎসকদের দল দিন-রাত পরিষেবা দেবে এই হাসপাতালে। এবং ২৪x৭ পরামর্শ সেবা উপলব্ধ থাকবে। আগামী ১ মার্চ থেকে চালু হচ্ছে পিক-অ্যান্ড-ড্রপ জরুরি পরিষেবা সহ মিলবে পোষ্যদের জন্য অন্যান্য সুযোগসুবিধা।
দ্য সিয়াটেল ভেটেরিনারি হাসপাতালের প্রতিষ্ঠাতা তানিয়া দত্ত বলেন, “আমাদের লক্ষ্য কলকাতার পোষ্য চিকিৎসার মান বদলে দেওয়া এবং এক ছাদের নিচে সমস্ত ভেটেরিনারি পরিষেবা প্রদান করা (Veterinary Hospital)। উন্নত ডায়াগনস্টিক থেকে শুরু করে পোষ্য-বান্ধব ক্যাফে—আমরা এমন এক পরিবেশ তৈরি করতে চাই যেখানে পোষ্য ও তাদের মালিকেরা নিজেদের বাড়ির মতোই আরামদায়ক বোধ করবেন। এই হাসপাতালের মাধ্যমে আমরা দয়া এবং যত্নশীল পশু চিকিৎসার নতুন মানদণ্ড স্থাপন করতে চাই।”
আরও পড়ুন: https://tribetv.in/people-enjoying-hooghly-fish-faire-at-kestopur-areas/
এই যুগান্তকারী প্রতিষ্ঠানটি কলকাতায় প্রথমবারের মতো সত্যিকারের একত্রীকৃত ভেটেরিনারি পরিষেবার (Veterinary Hospital) অভিজ্ঞতা দেবে। পোষ্য মালিকেরা একজায়গায় গ্রুমিং, রুটিন পরামর্শ, উন্নত ডায়াগনস্টিক এবং সার্জারি—সবকিছুই পেয়ে যাবেন। এই আধুনিক হাসপাতালে ২৪x৭ জরুরি পরিষেবা, আইসিইউ সুবিধা, আউটডোর সেবা (ওপিডি), গ্রুমিং, রেডিওগ্রাফি। উন্নত প্যাথলজি সহ এন্ডোস্কপি, ল্যাপারোস্কপিক সার্জারি, ইন-হাউস ফার্মেসি মিলবে।
আরও পড়ুন: https://tribetv.in/people-enjoying-hooghly-fish-faire-at-kestopur-areas/
আগামী ১ এপ্রিল চালু হতে চলা একটি পোষ্য-বান্ধব ক্যাফের সুবিধাও থাকবে (Veterinary Hospital)। এখানে একসঙ্গে ১০টিরও বেশি পোষ্য ভর্তি হতে পারবে এবং জটিল রোগ নিরাময়ে সমস্ত আধুনিক ব্যবস্থা থাকবে (ডিস্টেম্পার ও র্যাবিস ছাড়া)। প্রসঙ্গত, এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে সাংসদ সৌগত রায়। বিধায়ক দেবাশীষ কুমার। কাউন্সিলর মৌসুমী দাস (Veterinary Hospital)।