Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের (Kartik Maharaj) বিরুদ্ধে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করা হবে না। বুধবার আদালতে (calcutta high court) এমনটাই আশ্বাস দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দিলেন আগামীকাল এই মামলার শুনানি।
প্রত্যক্ষদর্শীকে পুলিশ হেনস্থার অভিযোগ (Kartik Maharaj)
পাশাপাশি কার্তিক মহারাজের (Kartik Maharaj) বিরুদ্ধে ওঠা অভিযোগে প্রত্যক্ষদর্শীকে পুলিশ হেনস্থা করছে, এমনটাই অভিযোগ নিয়ে বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দিলেন এই মামলার গ্রহণের এক্তিয়ার তাঁর নেই। এই আবেদন করতে হলে তাঁকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন জানাতে হবে।
কার্তিক মহারাজের বিরুদ্ধে কি অভিযোগ ? (Kartik Maharaj)
উল্লেখ্য, গত ২৮ জুন কার্তিক মহারাজের (Kartik Maharaj) বিরুদ্ধে মুর্শিদাবাদের নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগ দায়ের করেন এক মহিলা। অভিযোগের ভিত্তিতে গত সোমবার নবগ্রাম থানার পুলিশ বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কার্তিক মহারাজকে হাজিরার নোটিস দিয়ে আসে। তাঁকে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়।
এফআইআর খারিজের আবেদন কার্তিক মহারাজের
হাজিরার নোটিশ উপেক্ষা করে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার আবেদন আদালতে জানিয়েছে তিনি। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়েরের অনুমতি দেন। আজ সেই মামলার শুনানিতে আগামীকাল পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করার মৌখিক আশ্বাস দিলেন কিশোর দত্ত। আগামীকাল তথা বৃহস্পতিবার এই মামলার আবার শুনানি হবে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।
আরও পড়ুন : Weather Forecast: আবহাওয়ার পরিবর্তন কলকাতায়, ভারী বৃষ্টির সম্ভাবনা!
অভিযোগকারী মহিলা দাবি
অভিযোগকারী মহিলা দাবি করেন, ২০১৩ সালে কার্তিক মহারাজ তাঁকে মুর্শিদাবাদের নবগ্রাম থানার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগের ব্যবস্থা করে দেন। স্কুলে থাকার জন্য তাঁকে একটি ঘরও দেওয়া হয়। এক রাতে আচমকাই সেখানে মহারাজ হাজির হন এবং তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তিনি তা মেনে নেন বলে জানান অভিযোগকারিণী। তাঁর আরও অভিযোগ, দিনের পর দিন তাঁর উপর শারীরিক অত্যাচার চালানো হতো। এমনকি, তিনি সন্তানসম্ভবা হয়ে পড়লে জোর করে তাঁর গর্ভপাতও করানো হয়। এরপরই গত ২৮ জুন কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানায় অভিযোগ করেন ওই মহিলা।
আরও পড়ুন : GST Relief: মুদ্রাস্ফীতির মধ্যে স্বস্তির আশা, সংসারের জিনিসে কমতে পারে GST!
অভিযোগের ভিত্তিতে কার্তিক মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। এরপরই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কার্তিক মহারাজকে নোটিশ পাঠিয়ে গত মঙ্গলবার সকাল দশটার মধ্যে থানায় হাজিরা দেওয়ার কথা বলে পুলিশ। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।