ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নদীয়ায় শওকত মন্ডল নামে এক ব্যক্তির পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। পুলিশি অত্যাচারেই শওকতের মৃত্যু হয়েছে অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন মৃত শওকতের স্ত্রী মঞ্জুরা বিবি। সেই মামলাতেই মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
ঠিক কী ঘটেছিল সেদিন? (Calcutta High Court)
২০২৩ সালের ২৬ আগস্ট গভীর রাতে নদীয়ার মুরুটিয়া থানার পুলিশ ১০ বছরের পুরনো মাদক মামলায় অভিযুক্ত শওকত মণ্ডলকে মারধর করে তুলে নিয়ে যায়। পরেরদিন ভোরে বাড়ির কাছূই এক বাঁশ বাগান থেকে শওকতের দেহ উদ্ধার হয়। মৃত শওকতের পরিবারের অভিযোগ, পুলিশি অত্যাচারেই শওকতের মৃত্যু হয়েছে (Calcutta High Court)। ভাইয়ের অস্বাভাবিক মৃত্যুর বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হন দাদা মোহন মন্ডল। কিন্তু তাতে কোনও লাভ না হওয়ায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে মামলা করেন মৃত শওকতের স্ত্রী মঞ্জুরা বিবি।
আরও পড়ুন: Fake Voter: উপনির্বাচনের আগে ‘ভূতুড়ে’ ভোটার ঝাড়াই, সবদলের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের
সেই মামলাতেই মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Calcutta High Court)। মামলার শুনানিতে আদালতে সওয়াল জবাবের সময় উঠে আসে আরজি করে তরুণি চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রসঙ্গও। আরজি কর কাণ্ডে খুন, ধর্ষণ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলে এক্ষেত্রেও কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করা হবে না- সেই প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবী।
আরও পড়ুন: Suvendu Adhikari: শুভেন্দুর আবেদনে সাড়া, মোথাবাড়ি যাওয়ার অনুমতি হাইকোর্টের
২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা করার পরেই মৃত শওকতের দাদা মোহন মন্ডল ও তাঁর পরিবারের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ। শওকতের পরিবারের অভিযোগ, একটি খুনের মামলাকে ধামাচাপা দিতেই তাঁদের অন্য একটি খুনের মামলায় ফাঁসানো হচ্ছে। এবং তাঁরা আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলায় বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেইসঙ্গে সেই থানার পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং পদক্ষেপের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এবার শওকত মন্ডলের রহস্যজনক মৃত্যুর ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।