ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় শুরু হল আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ রেগাটা প্রতিযোগিতা। ক্যালকাটা রোয়িং ক্লাব আয়োজিত তৃতীয় ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ স্ক্যালিং রেগাটায় অলিম্পিয়ান সহ দেশ বিদেশের নামী দামী রোয়াররা অংশ নিয়েছেন। প্রতিযোগিতার ফাইনাল ৩০ নভেম্বর। মঙ্গলবার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠাণকে ঘিরে চাঁদের হাট বসেছিল এশিয়ার সর্ব প্রাচীন রোয়িং ক্লাবে।
শীতের আমেজে বুধবার থেকে রবীন্দ্র সরোবর লেকে শুরু হল ৩ দিন ব্যাপী তৃতীয় ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ স্ক্যালিং রেগাটা চ্যাম্পিয়নশিপ। ক্যালকাটা রোয়িং ক্লাব আয়োজিত এই আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। দেশ বিদেশের সত্তরেরও বেশি প্রখ্যাত রোয়াররা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। ওপেন টুর্নামেন্ট হওয়ায় অংশগ্রহনে বয়সের কোনও সীমা নেই। মঙ্গলবার এশিয়ার সবথেকে প্রাচীন ক্যালকাটা রোয়িং ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান।
আরও পড়ুন: https://tribetv.in/india-vs-australia-in-perth-india-win-by-295-runs/
ক্লাবের শীর্ষকর্তাদের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সহ দেশ বিদেশের অলিম্পিক এশিয়ান গেমসে অংশ নেওয়া রোয়ার ও কোচেরা। এই টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে রোয়িংয়ের প্রতি আরও আকৃষ্ট করবে বলে আশাবাদী ক্যালকাটা রোয়িং ক্লাবের সচিব চন্দন রায়চৌধুরী।
আরও পড়ুন: https://tribetv.in/rahul-dravid-on-vaibhav-suryavanshi-why-rr-bought-him/
প্রতিযোগিতায় অংশ নিতে কলকাতায় এসেছেন ২০২০ টোকিও অলিম্পিক্সে রুপো জয়ী ব্রিটিশ রোয়ার জ্যাক বিয়ামাউন্ট। প্রথমবার ভারত তথা কলকাতায় এসে প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত এই ব্রিটিশ অলিম্পিয়ান। ব্রিটেনের থেকে কলকাতার রোয়িংয়ের পরিবেশ সম্পূর্ণ আলাদা বলে জানালেন জ্যাক। এই ধরনের টুর্নামেন্ট তরুণদের রোয়িংয়ে আরও আকৃষ্ট করবে বলে আশাবাদী তিনি। সেই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে রোয়িংয়ে ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল বলেই জানালেন ব্রিটিশ রোয়ার। শীতের সকালে লেকে আন্তর্জাতিক এই রোয়িং প্রতিযোগিতায় মেতে উঠতে চলেছে শহর কলকাতা।