ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী (Calcutta National Medical College and Hospital) এলাকার বাসিন্দা মহব্বতুন্নেছা সর্দার সম্প্রতি একটি বিপজ্জনক শারীরিক পরিস্থিতির মুখোমুখি হন।
সন্তান জন্ম দেওয়ার সময় তাঁর হৃদস্পন্দন একদম কমে যায়, যা চিকিৎসকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। ক্যানিং স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা বুঝতে পারেন যে তাঁর পালস রেট চল্লিশের নিচে। তার হার্ট ব্লকের লক্ষণ ছিল এটি।
চিকিৎসকের তৎপরতা (Calcutta National Medical College and Hospital)
শরীরের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালনে সমস্যা দেখা দেয়ার পর চিকিৎসকরা দ্রুত ন্যাশনাল মেডিক্যাল কলেজের কার্ডিওলজি বিভাগে খবর পাঠান। সেখানে ইসিজি করে দেখা যায়, মহব্বতুন্নেছার সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক রয়েছে। চিকিৎসকরা অস্থায়ী পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন।
দুজনেই সুস্থ
২১ মার্চ, মহব্বতুন্নেছা সর্দারকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, যেখানে ডা. সোমজিতা চক্রবর্তী এবং তাঁর সহকর্মীরা সফলভাবে সন্তান প্রসব করান। মা ও সদ্যোজাত উভয়েই (Calcutta National Medical College and Hospital) সুস্থ রয়েছেন।

আরও পড়ুন: Baghajatin Case: বাঘাযতীনের ফ্ল্যাটে আগুন, মাকে পুড়িয়ে টাকা হাতানোর পরিকল্পনা ছেলের!
ডা. আজিজুল হক এবং ডা. যশবন্ত কুমার চাঁদ জানিয়েছেন, শীঘ্রই মহব্বতুন্নেছার হৃদয়ে স্থায়ী পেসমেকার বসানো হবে। চিকিৎসকদের তৎপরতায় শুধু প্রাণ বাঁচেনি সেই মহিলার, প্রাণ ফিরে পেয়েছেন এক নবজাতকও।