ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজোর আমেজ কাটিয়েছে কলকাতা। এবার বদলাতে শুরু করেছে আবহাওয়াও (Weather Update)। সকালের তিলোত্তমায় চোখে পড়ছে ঘন কুয়াশা ও শিশিরে ঢাকা ঘাস। নভেম্বরের শুরুতে সেই অর্থে শীতের দাপট না দেখা গেলেও, গত কয়েকদিনে আবহাওয়া বদলেছে (South Bengal Weather)। আস্তে আস্তে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। এবার শীত নিয়ে আরও বড় আপডেট দিল হাওয়া অফিস।
সত্যি হল হাওয়া অফিসের পূর্বাভাস। মাঝ নভেম্বরেই রাজ্যজুড়ে হুড়মুড়িয়ে নামল তাপমাত্রার পারদ। কলকাতার (Kolkata Weather) তাপমাত্রা নেমেছে কুড়ি ডিগ্রির নিচে। কবে জাঁকিয়ে শীতের দেখা মেলে সেই অপেক্ষায় শীতপ্রেমীরা। আবহাওয়াবিদরা জানিয়েছে, রাতের দিকে আরও নামবে পারদ। শুষ্ক থাকবে আবহাওয়া। সম্ভাবনা নেই বৃষ্টির।
আরও পড়ুন: ফ্রাঙ্কফুর্টের ঝলক কলকাতা বইমেলায়, ২৮ বছর পর অনিশ্চিত বাংলাদেশের স্টল
বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার তাপমাত্র নেমেছে ১২.৮ ডিগ্রিতে। বর্ধমান, আসানসোলের পারদও নিম্নমুখী। আগামী ২-৩ দিনে আরও নামবে পারদ। পাল্লা দিয়ে কলকাতার তাপমাত্রাও নেমেছে অনেকটা। সর্বনিম্ন তাপমাত্রা উনিশের ঘরে কলকাতায়। প্রথম শীতের আমেজের স্পেল থাকবে আরও সাত দিন ৷ পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (West Bengal Weather Forecast)।
আরও পড়ুন: রাতের কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড, দমকলের ২১ ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
উত্তরবঙ্গের (North Bengal Weather) দুই জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের চার জেলায় মাঝারি কুয়াশা। সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশা। আজ, শনিবার ও আগামিকাল, রবিবার ঘন কুয়াশায় ঢাকবে মালদহ ও উত্তর দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটার ছুঁতে পারে। বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা থাকবে।