ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতার খাস এলাকায় চলছিল (Call Center Scam) একটি প্রতারণা চক্র, যা ভুয়ো কল সেন্টারের আড়ালে চলছিল।
বাজেয়াপ্ত টাকা (Call Center Scam)
সল্টলেকের সেক্টর ফাইভে মঙ্গলবার রাতে বিধাননগর পুলিশের গোয়েন্দা দল অভিযান চালিয়ে এই (Call Center Scam) চক্রের সন্ধান পায়। অভিযানে ধরা পড়েন তিন জন, এবং মোট ৬০ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়।
গোপন সূত্রে খবর
পুলিশের গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়াল, যিনি পীযূষ নামেও পরিচিত, তাঁর বাড়ি থেকে আরও ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও বেশ কিছু ল্যাপটপ, মোবাইল এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।
দায়ের মামলা
পুলিশের দাবি, সল্টলেকের ওই কল সেন্টারের আড়ালে বড়সড় একটি প্রতারণা চালানো হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ বুধবার ধৃতদের আদালতে হাজির করার পরিকল্পনা করেছে।
আরও পড়ুন: Sealdah Division: দক্ষিণের রেলস্টেশন থেকে মেট্রো স্টেশনের রাস্তা আরও সহজ!
প্রসঙ্গত, গত মাসে কলকাতার গার্ডেনরিচ এলাকাতেও এমন একটি বেআইনি কল সেন্টারের খোঁজ মিলেছিল, যেখানে চার জন গ্রেফতার হয়ে কোটি কোটি টাকার উদ্ধার হয়েছিল। এক মাসের মধ্যে ফের একই ধরনের প্রতারণার চক্র ধরা পড়ায় পুলিশ সতর্ক হয়ে উঠেছে।