ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুধু নেই, নেই আর নেই। আর তাই বাঁকুড়ার (Bankura) সিমলাপালের লক্ষীসাগর গ্রাম পঞ্চায়েতের আড়াবাড়ি গ্রামের মানুষ ভোট বয়কটের ডাক দিয়েছেন। আগামী ১৩ নভেম্বর তালডাংরা বিধানসভা উপনির্বাচনে তারা কেউ অংশ নেবেন না জানিয়ে গ্রাম জুড়ে পোষ্টারও দিয়েছেন।
গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে, আমরা ‘নেই রাজ্যে’ বসবাস করছি। গ্রামে নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নেই প্রাথমিক বিদ্যালয়। একটি মাত্র পানীয় জলের টিউবওয়েল সম্মিলীত গ্রামবাসীদের ভরসা। রাস্তা ঘাটের অবস্থা শোচনীয়। গ্রামের শিশু শিক্ষার্থীদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভর্তি করতে হলে পাশের গ্রাম সারেষবাকড়া, প্রাথমিক বিদ্যালয় পুখুরিয়া গ্রামে। আর ভোট কেন্দ্র অন্তত দু’কিলোমিটার দূরত্বে ললতিধরা গ্রামে। রাস্তা থেকে পানীয় জল সহ অন্যান্য সমস্যার কথা প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি, ফলে এবার ভোট বয়কট ছাড়া অন্য কোন পথ তাদের কাছে খোলা নেই বলে গ্রামবাসীরা জানিয়েছেন।
আরও পড়ুন: Birbhum News: বাড়িতে একা পেয়ে যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
আরও পড়ুন: বহুরূপীর বেশে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
গ্রামবাসীদের দাবিকে সমর্থণ জানিয়েছেন বর্ষীয়াণ তৃণমূল নেতা দিলীপ পণ্ডা। তিনি বলেন, বর্তমান নেতৃত্বের ব্যর্থতার জন্য কাজ হয়নি। আমরা বারবার বললেও তারা কর্ণপাত করেননি, ফলে মানুষ ক্ষেপেছেন। এবার ভোট শেষে কাজ না হলে গ্রামবাসীদের নিয়ে তিনি আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারী দেন।