Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতের দীর্ঘদিনের অভিযোগকেই এবার স্বীকৃতি দিল কানাডা(Canada Fund Khalistani)। কানাডার অর্থ মন্ত্রক প্রকাশিত এক নতুন প্রতিবেদনে প্রথমবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে যে খালিস্তানি চরমপন্থী সংগঠনগুলি সে দেশে সক্রিয় এবং তারা আর্থিক সহায়তা পাচ্ছে।
সন্ত্রাস অর্থায়নে খালিস্তানি যোগ (Canada Fund Khalistani)
‘২০২৫ অ্যাসেসমেন্ট অব মানি লন্ডারিং অ্যান্ড টেররিস্ট ফাইন্যান্সিং রিস্কস ইন কানাডা’ শীর্ষক এই প্রতিবেদনে খালিস্তানি গোষ্ঠীগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতার পথ বেছে নেওয়া সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসাবে চিহ্নিত করা হয়েছে(Canada Fund Khalistani)।
প্রতিবেদনে উল্লেখ,
“ক্রিমিনাল কোডে তালিকাভুক্ত বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী—যেমন হামাস, হিজবুল্লাহ, বাব্বর খালসা ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশন—কানাডা থেকে আর্থিক সহায়তা পেয়েছে বলে গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলি পর্যবেক্ষণ করেছে।”
আগে কানাডা জুড়ে এদের ব্যাপক অর্থ সংগ্রহ নেটওয়ার্ক ছিল, তবে বর্তমানে কিছু ছোট ছোট দল ‘খালিস্তান আন্দোলন’-এর প্রতি আনুগত্য দেখালেও নির্দিষ্ট কোনো সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ যোগ নেই বলে উল্লেখ করা হয়েছে।
অর্থ সংগ্রহের নানা পথ(Canada Fund Khalistani)
প্রতিবেদন অনুযায়ী, খালিস্তানি (Canada Fund Khalistani) সংগঠনগুলির অর্থের উৎস বহু রকম—
- প্রবাসী সম্প্রদায়ের দান-অনুদান
- বেসরকারি সংস্থা (এনজিও) ও দাতব্য প্রতিষ্ঠানের অপব্যবহার
- মানি সার্ভিস বিজনেস (MSB) ও ব্যাংকিং খাতের অপব্যবহার
- ক্রিপ্টোকারেন্সি লেনদেন
- অপরাধমূলক কার্যকলাপ
- এমনকি রাষ্ট্রীয় অর্থায়ন
যদিও দান ও এনজিও থেকে পাওয়া অর্থ খুবই সীমিত অংশ জোগায়, তবুও এ ধরনের কর্মকাণ্ড গোটা কানাডায় ছড়ানো রয়েছে বলে সতর্ক করেছে রিপোর্ট।

আরও পড়ুন : Chandranath Sinha : আদালতে আত্মসমর্পণ চন্দ্রনাথ সিনহার, পেলেন শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন
ভারতের অভিযোগের প্রমাণ (Canada Fund Khalistani)
খালিস্তান আন্দোলনের লক্ষ্য পাঞ্জাবে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন। ভারত বহু বছর ধরে অভিযোগ করে আসছে, কানাডায় থাকা চরমপন্থীরা এ কাজে লিপ্ত, অথচ অটোয়া তা উপেক্ষা করেছে। এই অবহেলা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বড়সড় টানাপোড়েন সৃষ্টি করেছে।
২০২৩ সালের সেপ্টেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) অভিযোগ তুলেছিলেন, খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিঝ্জারের হত্যাকাণ্ডে ভারতের হাত রয়েছে। নয়াদিল্লি সেই অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে। এর জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কার্যত ভেঙে পড়ে, একে অপরের দূত ফিরিয়ে নেওয়া পর্যন্ত গড়ায়।

আরও পড়ুন : Pakistan On Pahalgam : এসসিও সম্মেলনে পহেলগাঁও প্রসঙ্গ, প্রতিক্রিয়া দিল পাক বিদেশমন্ত্রক
সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা (Canada Fund Khalistani)
২০২৪ সালে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি কিছুটা বদলায়(Canada Fund Khalistani)। তিনি ভারতের উদ্বেগের বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন। এর পর ধীরে ধীরে দুই দেশ দূতাবাস পুনর্বহাল করে। তবে খালিস্তানি নেটওয়ার্ক ভাঙতে বাস্তবিক পদক্ষেপ এখনও দৃশ্যমান নয়।
রাজনৈতিক তাৎপর্য (Canada Fund Khalistani)
বিশ্লেষকদের মতে, কানাডার এই সরকারি স্বীকৃতি ভারতের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। অটোয়া এত দিন যা এড়িয়ে যাচ্ছিল, এবার নিজ দেশের সরকারি নথিতেই তা লিপিবদ্ধ হলো। তবে শুধু স্বীকৃতি নয়, ভবিষ্যতে কানাডা বাস্তব পদক্ষেপ নেয় কি না সেটাই এখন বড় প্রশ্ন।