ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৯০ দিনেও চার্জশিট দিতে ব্যর্থ কেন্দ্রীয় গোয়েন্দারা (CBI)। নির্দিষ্ট তথ্যপ্রমাণ না থাকায় জামিন পেলেন সন্দীপ ঘোষ। আরজি কর কাণ্ডে জামিন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও। শুক্রবার শিয়ালদহ আদালতে জামিন পেলেন দুজনে। ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাঁদের। ৯০ দিন পরেও সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় জামিন পেলেন আরজি করের প্রাক্তণ অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার বহিস্কৃত ওসি অভিজিৎ মণ্ডল।
আরজি কর-কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। তথ্যপ্রমাণ লোপাট, ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগও ওঠে। সেই সব অভিযোগের ভিত্তিতে গত ১৪ সেপ্টেম্বর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই।
আরও পড়ুন: https://tribetv.in/more-than-five-schools-in-delhi-receive-bomb-threatening/
সেই সময় আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, টালা থানার ওসি এখনও পর্যন্ত অভিযুক্ত নয়। তবে আমার মনে করছি এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। আরজি করের এই ঘটনার ইনফরমেশন টালা থানায় আসে সকাল ১০ টায়, (৯ অগাস্ট) কিন্তু টালা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পৌঁছান ১১ টার সময়। এফ আই আর রুজু হয়েছিল রাত ১১:৩০টার পরে। সন্দ্বীপের সঙ্গে ঐদিন কথোপকথন হয়েছিল টানা থানার ওসির।
আরও পড়ুন: https://tribetv.in/supreme-court-on-judges-social-media-use-guidlines/
এদের মধ্যে যোগসূত্র রয়েছে। পুলিশ ও সিবিআইয়ের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। টালা থানার ওসিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তথ্য সিবিআই পেতে চাইছে। কিন্তু এত কিছু করেও ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি সিবিআই। যারফলে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হওয়া আরজি করের প্রাক্তণ অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার বহিস্কৃত ওসি অভিজিৎ মণ্ডলকে এদিন জামিন দেয় শিয়ালদহ কোর্ট।