ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের দুর্নীতির অভিযোগ চিকিত্সকের বিরুদ্ধে। বর্ধমানের চিকিৎসক দম্পতির বাড়িতে সিবিআই হানা (CBI Raids)। রাতভর চলল তল্লাশি। জানা গেছে, শনিবার রাত ১১টা নাগাদ সিবিআইয়ের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বর্ধমান শহরের মিঠাপুকুর হাতিশাল এলাকায় চিকিৎসক ডা. তপন কুমার জানার বাসভবনে এই তল্লাশি অভিযান চালায়।
সোনা-জহরত উদ্ধার (CBI Raids)
পরিবার সূত্রে খবর, অভিযানের সময় ডা. তপন কুমার জানা বাড়িতে উপস্থিত ছিলেন না, তবে তাঁর স্ত্রী ডা. সুস্মিতা জানা বাড়িতে ছিলেন। রাতভর তল্লাশি চালিয়ে চিকিৎসকের বাড়ি থেকে প্রায় ২৪ লক্ষ টাকার হিরে, সোনার গহনা ও মূল্যবান রত্ন উদ্ধার করে তদন্তকারী দল। পাশাপাশি, গুরুত্বপূর্ণ নথিপত্র ও কম্পিউটারের হার্ডডিস্কও বাজেয়াপ্ত করেছে।
কিডনি পাচারের তদন্তে অভিযান! (CBI Raids)
সূত্র মারফত জানা গিয়েছে, মূলত ‘কিডনি পাচার’ সম্পর্কিত একটি মামলার তদন্তেই চিকিৎসক দম্পতির বাড়িতে অভিযান চালান সিবিআই আধিকারিকরা (CBI Raids)।

চিকিৎসকদের পেশাগত জীবন (CBI Raids)
ডা. তপন কুমার জানা বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের শারীরিক বিদ্যা বিভাগের প্রধান হিসেবে কর্মরত। তাঁর স্ত্রী ডা. সুস্মিতা জানা কলকাতার এক মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন। সিবিআই-এর এই কিডনি পাচার মামলার তদন্তে কেন্দ্রীয় তল্লাশির খবর ছড়িয়ে পড়ার পর বর্ধমান শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:Heritage Building Kolkata: আধুনিক আলোকসজ্জায় ঐতিহ্যের নতুন রূপ, সেজে উঠল কলকাতার ঐতিহাসিক আয়কর ভবন
পরিচারিকা শিখা মাঝি জানান, “তল্লাশি করার জন্য ওরা ঢুকেছিলো, আমি দরজা খুলে দিয়েছিলাম। ডাক্তারবাবু বাড়িতে ছিলেন না, তবে ম্যাডাম ছিলেন। ঘরের ভিতরে কী হয়েছে তা আমি জানি না। আর কিছু দেখতে পাইনি কারণ আমাদের ঘর আলাদা।”