ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছে (SSC 2016 Panel Cancel) ২৬ হাজার শিক্ষক- শিক্ষিকা। আর এরই মধ্যে নানান বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে হাহাকার চাকরিহারাদের। এমনই সময় এক চাঞ্ছল্যকর ঘটনা সামনে উঠে এল। জানা গেল, সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে আলিপুরদুয়ারের পাঁচকেলগুড়ি প্রমোদিনী হাই স্কুলের দুই শিক্ষকের। এবং কেক কেটে তা ‘উদ্যাপন’ করলেন নাকি তাঁদেরই কয়েকজন সহকর্মী।
তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি’র অভিযোগ (SSC 2016 Panel Cancel)
পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি’র অভিযোগ, আলিপুরদুয়ারের পাঁচকেলগুড়ি প্রমোদিনী হাই স্কুলে বৃহস্পতিবার এবিটিএর উদ্যোগে সহকর্মীদের চাকরি যাওয়ার জন্য কেক কেটে উদযাপন হয়েছে (SSC 2016 Panel Cancel)। অভিযোগ উড়িয়ে দেন স্কুলের আর এক শিক্ষক জয়ন্ত সাহা। তিনি বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএর জেলা সম্পাদক। চাকরিহারাদের মধ্যে রয়েছেন ভৌতবিজ্ঞানের দুই শিক্ষক লাবলু মিয়াঁ ও অসীমকুমার পণ্ডিত।
‘অহেতুক রাজনীতি হচ্ছে’ (SSC 2016 Panel Cancel)
‘পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি’র জেলা সভাপতি ভাস্কর মজুমদারের অভিযোগ, “সুপ্রিম কোর্টের রায়ে স্কুলের দু’জনের চাকরি যাওয়ায় এবিটিএর সদস্য কয়েক জন শিক্ষক কেক কেটে সে দিন উল্লাস করেছেন (SSC 2016 Panel Cancel)। সে উদ্যোগে ছিলেন জয়ন্ত সাহাও।” জয়ন্ত অবশ্য বলেন, “এমন কিছু হয়নি। অহেতুক রাজনীতি হচ্ছে।’’
এক শিক্ষকের জন্মদিন ছিল
ওই স্কুলের শিক্ষকদের একাংশের দাবি, সে দিন এক শিক্ষকের জন্মদিন ছিল। সে জন্য রায় ঘোষণার অন্তত এক ঘণ্টা আগে কেক কাটা হয়। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) আশানুল করিম বলেন, “কারও জন্মদিনের সঙ্গে সমাপতন কি না, জানি না। খোঁজ নিচ্ছি। তবে কারও দুঃখের দিনে সহকর্মীরা আনন্দ প্রকাশ করবেন, ভাবা যায় না।”
‘উল্লাস করেছেন কয়েক জন সহকর্মী’
স্কুলের চাকরিহারা শিক্ষক লাবলু ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “সে দিন বাড়িতেই ছিলাম। হঠাৎ এক সহকর্মী জানালেন, আমাদের চাকরি যাওয়ায় স্কুলে কেক কেটে উল্লাস করেছেন কয়েক জন সহকর্মী। এমন যে কেউ করতে পারেন, ভাবতেও পারিনি!” অন্য আর এক চাকরিহারা শিক্ষক অসীম অবশ্য জানান, তিনি এমন কিছু শোনেননি। এদিকে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক দেবকুমার দাস বলেন, “রায়ের দিন দুপুরের পরে দেখলাম, শিক্ষকদের কয়েক জন কেক কাটছেন। তবে কেন, তা আমার জানা নেই।’’