ট্রাইব টিভি বাংলা ডিজিটল: ফের অশান্ত উত্তর-পূর্ব ভারত (North East India News)। কিছুদিন শান্তি ফিরলেও ফের নতুন করে অশান্তির আগুনে জ্বলছে মণিপুর (Manipur)। আর এই অশান্তির আবহে এবার মণিপুর সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরের মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলার জেরে তড়িঘড়ি এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। মহারাষ্ট্রে নিজের যাবতীয় প্রচারসভা বাতিল করে দিল্লিতে ফিরে গিয়েছেন তিনি।
মণিপুরে জিরিবাম জেলায় ৬ মেতেই নাগরিকের দেহ উদ্ধার ঘিরে নতুন করে আগুন জ্বলছে উত্তর-পূর্বের এই রাজ্যে। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করতে হবে, এই দাবিতে প্রায় গোটা রাজ্যে বিক্ষোভ, প্রতিবাদ শুরু করেছে মেতেইদের একটা বড় অংশ। সেই প্রতিবাদ আরও মারাত্মক আকার ধারণ করে শনিবার রাতে।
আরও পড়ুন: https://tribetv.in/mystery-death-of-vice-chairman-satyajit-banerjee/
মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। দরজা ভেঙে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় পুলিশকে। যদিও হামলার সময় মুখ্যমন্ত্রী (Manipur CM) বাসভবনে ছিলেন না বলেই খবর জানা গিয়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/hooghly-tmc-counsellor-make-controversy-over-kartik-puja-festivals-issues/
আরও জানা গিয়েছে, শুধু মুখ্যমন্ত্রী (N Biren Singh) নন, তাঁর মন্ত্রিসভার একাধিক মন্ত্রী বাড়িতে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। শনিবার বিকালের পরই গোটা ইম্ফলে কারফিউ জারি করা হয়। সেনা, অসম রাইফেলস এবং মণিপুর পুলিশের নিরাপত্তারক্ষীরা কার্যত গোটা ইম্ফল শহর ছেয়ে ফেলেন। কিন্তু তারপরও থামানো যায়নি বিক্ষোভ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর জামাই তথা বিজেপি বিধায়ক আরকে ইমো, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপম রঞ্জন এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী এল সুসীন্দ্র সিংয়ের বাড়িতে হামলা চালিয়েছে উন্মত্ত জনতা। শনিবার রাতে সব মিলিয়ে মোট ৮ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। আর এরপরই মণিপুরে নিজের যাবতীয় কর্মসূচি বাতিল করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।