ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: SIR নিয়ে উত্তপ্ত বিতর্কের সময় ক্ষমতাসীন NDA এবং বিরোধী দলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় (Chaos in Bihar Assembly)। এই অবস্থায় RJD বিধায়কের মন্তব্যের কারণে স্পিকার বিধানসভা মুলতবি করেন।
আরজেডি বিধায়কের মন্তব্যে অধিবেশন মুলতুবি (Chaos in Bihar Assembly)
বিহার বিধানসভার বাদল অধিবেশনের তৃতীয় দিনে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় (Chaos in Bihar Assembly)। আরজেডি বিধায়ক বিরেন্দ্র যাদব ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে কালো পোশাক পরে অধিবেশনে যোগ দেন এবং মন্তব্য করেন, “এই হাউস কারোর বাবার নয়।” এই মন্তব্য ঘিরে উত্তেজনা চরমে ওঠে। শাসক এনডিএ এবং বিরোধী দলের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে স্পিকার নন্দ কিশোর যাদব অধিবেশন মুলতুবি ঘোষণা করেন। স্পিকার এরপর বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে অনুরোধ করেন, যেন বিরেন্দ্র যাদব তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চান।
বিধানসভার বাইরে বিরোধীদের বিক্ষোভ (Chaos in Bihar Assembly)
এর আগে সকালে, গ্র্যান্ড অ্যালায়েন্সের সদস্যরা বিহার বিধানসভার মূল ফটকের বাইরে বিক্ষোভ দেখান (Chaos in Bihar Assembly)। রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা। বিরেন্দ্র যাদব ভোটার তালিকা সংশোধনের সময় নিয়ে বারবার আপত্তি জানিয়ে আসছেন। তিনি বলেন, রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই বিশেষ সংশোধনী কার্যক্রম প্রশ্ন তুলছে। তিনি জানান, এই বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। “গতকাল নির্বাচন কমিশন একটি হলফনামা জমা করেছে। সেখানে কোথাও বেআইনি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় থাকার কথা বলা হয়নি,” বলেন যাদব। তিনি অভিযোগ করেন, শাসক শিবির ভোটের আগে ভুল বার্তা ছড়াচ্ছে। তিনি আরও বলেন, ভোটার যাচাইকরণে আধার, ভোটার আইডি বা রেশন কার্ড গ্রহণযোগ্য নথির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: Andre Russell Retires: সাবাইনা পার্কে শেষ ম্যাচ, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আন্দ্রে রাসেল
বিজেপির প্রতিক্রিয়া ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
বিহার বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়াল বলেন, যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই এ নিয়ে মন্তব্য করা উচিত নয়। তিনি বলেন, “বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা এবং এই বিষয়টির ওপর সুপ্রিম কোর্ট নজর রাখছে। তাই এখনই কোনও মন্তব্য করা ঠিক নয়।” ১০ জুলাই সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ২১ জুলাইয়ের মধ্যে পাল্টা হলফনামা জমা দিতে নির্দেশ দেয়। সেই অনুযায়ী কমিশন হলফনামা জমা দিয়েছে।
আরও পড়ুন: Shubman Gill on Team India Squad: চতুর্থ টেস্টের আগে বড় আপডেট! নেই আকাশ দীপ, কিপিং করবেন পন্থ
শুনানি
এই মামলার পরবর্তী শুনানি হবে ২৮ জুলাই, বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচীর অবকাশকালীন বেঞ্চে। ১০ জুলাইয়ের আদেশে আদালত বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বন্ধ করার আর্জি খারিজ করে দেয়। তবে আদালত পর্যবেক্ষণে জানায়, যেহেতু গ্রহণযোগ্য নথির তালিকা চূড়ান্ত নয়, তাই কমিশন যেন আধার, ভোটার কার্ড এবং রেশন কার্ড অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করে।