ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku)। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পিছিয়ে গেল ইডির মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া। আগামী ২ জানুয়ারি এই সংক্রান্ত পরবর্তী শুনানি। সব ঠিক থাকলে এই মামলায় সে দিনই প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির করা মামলায় আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল। সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারভবনে। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়লেন সুজয়কৃষ্ণ ভদ্র (Kalighater Kaku)। চার্জ গঠনের সময়ে অভিযুক্তদের আদালতে সশরীরে হাজির থাকতে হয়। পর পর কয়েক দিন এই কারণে আদালতে গিয়েছিলেন সুজয়কৃষ্ণও (Kalighater Kaku)। তবে সোমবার সকালে প্রেসিডেন্সি জেলের মধ্যে আচমকা সংজ্ঞা হারান তিনি (Kalighater Kaku)।
জেল সূত্রে জানা যায়, হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন ‘কাকু’ (Kalighater Kaku)। সেই সংক্রান্ত অসুস্থতা থেকেই সংজ্ঞা হারান বলে মনে করা হচ্ছে। গুরুতর অসুস্থ অবস্থায় প্রেসিডেন্সি জেল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। অসুস্থতার কারণে এদিন আদালতে হাজিরা দিলেন না সুজয়কৃষ্ণ ভদ্র (Kalighater Kaku)। ফের পিছিয়ে গেল ইডির মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া। তবে সুজয়কৃষ্ণের (Kalighater Kaku) শারীরিক অবস্থার দিকে নজর রাখা হবে। তাঁর মেডিক্যাল রিপোর্ট তলব করেছে আদালত। আগামী ২-ই জানুয়ারি মামলায় পরবর্তী শুনানি (Kalighater Kaku)। সব ঠিক থাকলে এই মামলায় সে দিনই প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত।