ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : প্রায় অর্ধশতাব্দী ধরে ভারতীয় স্থলসেনা ও বায়ুসেনার (IAF) নির্ভরতা ছিল চিতা ও চেতক হেলিকপ্টারের ওপর। ষাট ও সত্তরের দশকে এই দুই হেলিকপ্টার ভারতের আকাশে প্রথম উড়ান শুরু করেছিল(Chetak and Cheetah Helicopter)। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি ও যুদ্ধক্ষেত্রের চাহিদা অনেক পাল্টালেও চিতা ও চেতক প্রায় অপরিবর্তিত রয়ে গেছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হওয়ায় এবং সীমান্তে ক্রমবর্ধমান টানাপোড়েনের কারণে অবশেষে তাদের বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০০ লাইট ইউটিলিটি হেলিকপ্টার কেনার উদ্যোগ (Chetak and Cheetah Helicopter)
প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনে এবার কেনা হবে ২০০টি লাইট ইউটিলিটি হেলিকপ্টার (LUH)। এর মধ্যে ১২০টি যাবে স্থলসেনার আর্মি অ্যাভিয়েশন কোর-এর হাতে, আর ৮০টি যাবে ভারতীয় বায়ুসেনায়(Chetak and Cheetah Helicopter)। এই নতুন প্রজন্মের হেলিকপ্টারগুলো হবে দিন ও রাতের ঝটিকা অভিযান, নজরদারি, সেনা ও সমরাস্ত্র পরিবহন, স্থল অভিযানে সহায়তা, সংঘর্ষে আহতদের দ্রুত সরিয়ে নেওয়া, অনুসন্ধান ও উদ্ধার কার্য এবং জরুরি অসামরিক সহায়তার জন্য উপযুক্ত।
আরএফআই জারি, নির্মাতাদের সঙ্গে আলাপ শুরু (Chetak and Cheetah Helicopter)
প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই রিকোয়েস্ট ফর ইনফরমেশন (RFI) প্রকাশ করেছে। আগামী ২২ আগস্টের মধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহ শেষ হবে। এরপর পর্যায়ক্রমে বাছাই করা নির্মাতা সংস্থাগুলির সঙ্গে দরপত্র নিয়ে আলোচনা শুরু হবে। প্রাথমিকভাবে রাশিয়ার কমোভ-২২৭টি হেলিকপ্টার কেনার কথা ভাবা হলেও, এখন রাষ্ট্রায়ত্ত হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর নির্মিত LUH কেনার দিকেই ঝোঁক দেখা যাচ্ছে।

লাদাখ ও সিয়াচেনের বাস্তব চাহিদা (Chetak and Cheetah Helicopter)
লাদাখে ভারত-চিন সীমান্তে টানাপোড়েনের পর সেনা উপলব্ধি করেছে, পুরনো চিতা ও চেতক হেলিকপ্টার ওই পরিস্থিতিতে কার্যকর নয়(Chetak and Cheetah Helicopter)। অপারেশন সিঁদুরের পর সিয়াচেনের মতো উচ্চতম যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্যও দ্রুত নতুন হেলিকপ্টারের প্রয়োজন অনুভূত হয়েছে। সেখানে আধুনিক হেলিকপ্টারের প্রয়োজন শুধু আক্রমণাত্মক ভূমিকার জন্য নয়, বরং উচ্চ উচ্চতায় প্রয়োজনীয় সরঞ্জাম ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার জন্যও অপরিহার্য।
প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে নতুন LUH(Chetak and Cheetah Helicopter)
HAL-এর তৈরি নতুন LUH কপ্টারগুলো হালকা হলেও বহুমুখী ব্যবহারের জন্য নকশা করা। এগুলিতে থাকবে উন্নত ন্যাভিগেশন সিস্টেম, উচ্চ উচ্চতায় উড্ডয়ন ক্ষমতা, এবং দিন-রাত নির্বিশেষে কাজ করার জন্য আধুনিক সেন্সর ও সরঞ্জাম। ফলে সীমান্ত এলাকায় নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়ামূলক অভিযানে এগুলোর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ।’

সেনার যুদ্ধক্ষমতা বাড়ানোর পথে এক বড় পদক্ষেপ (Chetak and Cheetah Helicopter)
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, চিতা ও চেতক অবসরে যাওয়া শুধু প্রযুক্তিগত আপডেট নয়, বরং সেনার যুদ্ধক্ষমতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ(Chetak and Cheetah Helicopter)। নতুন LUH-গুলো সেনা ও বায়ুসেনাকে দ্রুততর, নিরাপদ ও কার্যকর অভিযানে সক্ষম করবে, যা আগামী দশকগুলোতে ভারতের প্রতিরক্ষা কাঠামোকে আরও মজবুত করবে।