ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বক্স অফিস এখন রীতিমত মাতিয়ে রেখেছে ভিকি কৌশল (Vicky Kaushal) এবং রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) জুটি। অনেকেই বলছেন, ‘ছাবা’ (Chhaava) ভিকির জীবনে সবথেকে বড় হিট। ইতিমধ্যেই পাঁচদিন হয়ে গেল ছবিটি মুক্তি পেয়েছে। আর এই ক’দিনই রীতিমত ফাটিয়ে ব্যবসা করেছে ‘ছাবা’। পাঁচ দিনের মোট আয় কত হল? কী বলছে বক্স অফিস কালেকশন?
অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে ‘ছাবা’ (Chhaava)
বক্স অফিসে যেন অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে ‘ছাবা’ (Chhaava)। চতুর্থ দিনেই ভিকির সিনেমা পেরিয়ে গিয়েছিল প্রায় ১৪০ কোটি। প্রথম তিন দিন ফাটাফাটি ব্যবসা করেছে ঠিকই, তবে আপাতত গতি একটু স্লথ। জানা যাচ্ছে, পঞ্চম দিনের ছবিটি আয় করেছে প্রায় ২৪.৫০ কোটি টাকা। এই মুহূর্তে ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১৬৫ কোটি টাকায়। এটা ঠিক যে, পঞ্চম দিনের ব্যবসা দুই অঙ্কের ঘরে রয়েছে, কিন্তু আগের তুলনায় অনেকটাই কমেছে। যেখানে গত সোমবার ছবিটি আয় করেছিল প্রায় ২৪ কোটি টাকা। আর তার আগে রবিবার আয় করেছিল প্রায় ৪৮ কোটি টাকা। আর শনিবার ছিল অঙ্কটা ছিল প্রায় ৩৭ কোটি টাকা। আয়ের পরিমাণ যত দিন যাচ্ছে ধীরে ধীরে কমছে।
সম্ভাজির চরিত্রে ভিকিকে গ্রহণ করেছে দর্শক (Chhaava)
শিবাজির পুত্র এবং শাসক মারাঠা ছত্রপতি সম্ভাজি মহারাজের (Sambhaji Maharaj) চরিত্রে ভিকি কৌশলকে পর্দায় গ্রহণ করছেন দর্শকরা (Chhaava)। তাই রমরমিয়ে বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে ‘ছাবা’। ছবিটির পরিচালনা করেছেন লক্ষণ উতেকর । প্রযোজনায় রয়েছে ম্যাডক্স ফিল্মসের অধীনে দীনেশ বিজন। মুখ্য চরিত্রে ভিকি কৌশলের পাশাপাশি ছবিতে মহারানী ইয়েসুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। ‘ছাবা’ শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে তৈরি।
আরও পড়ুন: Ranveer Allahbadia: আপত্তিকর প্রশ্ন করে ক্ষমা চাইলেন রণবীর আল্লাহবাদিয়া?

ভিকির অভিনয়ে মন্ত্রমুগ্ধ ক্যাটরিনা
ট্রেলার প্রকাশের পর থেকেই এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস কম ছিল না। ছবিতে ভিকির অভিনয় দেখে রীতিমত মন্ত্রমুগ্ধ ক্যাটরিনা কাইফ। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। স্বামীর উদ্দেশ্যে লেখেন “তুমি যখন পর্দায় এসেছ, আমি মুগ্ধ হয়ে শুধুই তোমাকে দেখেছি। তোমার অভিনয় অসাধারণ। আমি তোমার প্রতিভা ও কাজ নিয়ে গর্বিত”। আরও বলেন, সিনেমার শেষ ৪০ মিনিট সবাইকে নিঃশব্দ করে দেবে। ছবিটি বারবার দেখতে চান ক্যাটরিনা।
আরও পড়ুন: Basabdatta Chatterjee: বহু দিন পর ছোট পর্দায় ফিরলেন বাসবদত্তা, হরি ঘোষের গোয়ালে কী করবেন তিনি?
দর্শকদের চাহিদায় মধ্যরাতে শো
ছবিটি ভ্যালেন্টাইন্স ডে’র দিন মুক্তি পেয়েছে এবং প্রথম দিন থেকেই দর্শকদের নজর কেড়েছে। কিছু ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ঠিকই। কিন্তু বক্স অফিসে বেশ ভালই দাপট চালাচ্ছে। মারাঠা নায়ক ছত্রপতি শিবাজির ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের বায়োপিকে ভিকিকে দেখে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা। এমনকি দর্শকদের চাহিদা মেনে মধ্যরাতেও শো শুরু করা হয়েছে।