ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কিছুদিন আগেই জাফর এক্সপ্রেস অপহরণ। এরপর আত্মঘাতী হামলা করে সেনার বাস উড়িয়ে দেওয়া (Pakistan)। একের পর এক বালোচ বিদ্রোহীদের হামলায় বেসামাল পরিস্থিতি পাকিস্তানের। পাকিস্তান সূত্রের সূত্রে জানা গেছে, এই পরিস্থিতিতে চিনের নাগরিকদের সুরক্ষায় পাকিস্তানে নিজস্ব নিরাপত্তা বাহিনী পাঠাতে চলেছে চিন।
চিনের নাগরিকদের নিশানা (Pakistan)
চিনের এই সেনা পাঠানোর ঘটনা পাকিস্তানের (Pakistan) সেনাকর্তাদের মুখে সরাসরি থাপ্পড় বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের। শেষ প্রায় ১২ বছর ধরে চলা ‘চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর’কে নিয়ে পাকিস্তানের বালোচিস্তান সংলগ্ন এলাকায় তীব্র হয়েছে ক্ষোভ। সেখানে তৈরি হয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। পাকিস্তানের সশস্ত্র বিদ্রোহীরা বার বার ‘চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর’ প্রকল্পে কাজ করা চিনের নাগরিকদের নিশানা করে চলেছেন।
শি জিনপিংকে হুমকি (Pakistan)
বালোচ বিদ্রোহীদের হামলায় বার বার প্রাণ যাচ্ছে চিনা নাগরিকদের (Pakistan)। জার মধ্যে রয়েছে বেজিং-এর একগুচ্ছ ইঞ্জিনিয়ার এবং কর্মীর। এখানেই শেষ নয়, জাফর এক্সপ্রেস অপহরণ কাণ্ডের ভিডিয়ো প্রকাশ করেছিল বিদ্রোহীরা। সেখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে হুমকি দিয়েছিল বালোচ লিবারেশন আর্মি। ‘চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর’ বন্ধ করে দিয়ে বেজিঙের সংস্থাগুলিকে বালোচিস্তান থেকে ফিরিয়ে নিয়ে যেতে বলেন এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর কমান্ডাররা। এরপর আর সময় নষ্ট না করে চিনা নাগরিকদের নিরাপত্তায় তৎপর হয়েছে চিন।
আরও পড়ুন: Iran Refuse US Plan: পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক নয়, ইরানের জবাব আমেরিকাকে

তিনটি সংস্থার উপর দায়িত্ব
বালোচ বিদ্রোহীদের থেকে নাগরিকদের বাঁচাতে পাক ফৌজের উপর ভরসা রাখতে পারেনি চিন সরকার। জানা গেছে ‘চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর’ প্রকল্পে কর্মরত নাগরিকদের নিরাপত্তায় দায়িত্ব তিনটি বেসরকারি নিরাপত্তা সংস্থার কাঁধে তুলে দিয়েছিল ড্রাগন প্রশাসন।পাকিস্তানে চিনা নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব পাওয়া চিনের ওই সংস্থা গুলো হল, ডিউ সিকিউরিটি ফ্রন্টিয়ার সার্ভিস গ্রুপ, চায়না ওভারসিজ় সিকিউরিটি গ্রুপ এবং হুয়াক্সিন ঝংশান সিকিউরিটি সার্ভিস।
আরও পড়ুন: Violent in Nepal: নেপালে হিন্দু রাজতন্ত্রের দাবি ঘিরে সংঘর্ষ, পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত ২
সিন্ধু প্রদেশে নিরাপত্তা
প্রথমে ‘চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর’-এর সিন্ধু প্রদেশে তৈরি হওয়া দু’টি বিদ্যুৎ প্রকল্পে চিনা রক্ষীদের মোতায়েন করা হয়েছে।জানা গেছে, পাক সৈনিকদের সঙ্গে তাঁরা কাজ করবেন। সিন্ধু প্রদেশের থার কয়লা ব্লকের দু’টি বিদ্যুৎ প্রকল্পে বর্তমানে প্রায় ৬ হাজারের বেশি চিনা নাগরিক কর্মরত রয়েছেন। তাদের সুরক্ষার জন্য একাধিক বলয়ে সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। জানা গেছে, চিনের সংস্থাগুলিকে প্রথম বলয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হয়েছে।প্রকল্প এলাকার বাইরে চিনা নাগরিকদের যাতে কোনও রকমের যোগাযোগ না থাকে, সে কথা মাথায় রেখে সুরক্ষা ব্যবস্থাকে সাজিয়েছে ওই তিনটি নিরাপত্তা সংস্থা।