ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইস্কন (ISKCON) সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেল বন্দি রাখতে নয়া কৌশল ইউনুস সরকার ও মৌলবাদীদের (Chinmay Krishna Bail Issue)। মঙ্গলবার আদালতে হাজির হতেই পারলেন না সন্ন্যাসীর আইনজীবী। শুনানি পিছিয়ে গেল ১ মাস। পরবর্তী শুনানি ২ জানুয়ারী
আরও ১ মাস জেলে চিন্ময় কৃষ্ণ (Chinmay Krishna Bail Issue)
বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি ছিল মঙ্গলবার (Chinmay Krishna Bail Issue)। হাসিনার সরকারের পতনের পর চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়।তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রথম শুনানিতেও আদালতে খারিজ হয়ে যায় চিন্ময়ের জামিনের আর্জি। এরপরেই তাঁর মুক্তির দাবিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয়। তার আঁচ পড়েছে ভারতেও। তবু যে বাংলাদেশ আছে মৌলবাদীদের দখলেই, তার প্রমান মিলল মঙ্গলবারের আদালতে।
প্রাণঘাতী হামলা (Chinmay Krishna Bail Issue)
সোমবার চিন্ময় কৃষ্ণের আইনজীবী রমেন রায়ের উপর প্রাণঘাতী হামলা চালায় মৌলবাদীরা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রমেন রায়। ভর্তি রয়েছেন আইসিইউতে। এই আতঙ্কের পরিবেশে চিন্ময় কৃষ্ণের পক্ষে আদালতে পা রাখার সাহস পেলেন না আইনজীবীরা (Chinmay Krishna Bail Issue)। আইনজীবীরা না থাকায় পিছিয়ে গেল শুনানি। পরবর্তী শুনানি ২ জানুয়ারি।
আরও পড়ুন: Adani and Bangladesh: আদানি গোষ্ঠীর থেকে বিদ্যুৎ কেনা অর্ধেক করলো বাংলাদেশ
বাংলাদেশে বিচারের নামে প্রহসন!
বাংলাদেশে কি বিচারের নামে প্রহসন চলছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সব মহলে। মৌলবাদীদের হাতে আক্রান্ত হওয়ার ভয়েই কি চিন্ময় কৃষ্ণদাসের হয়ে আদালতে সওয়াল করার সাহস পেলেন না কেউ (Chinmay Krishna Bail Issue)? আইনজীবী মহলে আতঙ্ক জাগাতেই কি সোমবারই প্রাণঘাতী হামলা চালানো হয় ইস্কন সন্ন্যাসীর আইনজীবীর ওপর? গোটা ঘটনায় কি সুপরিকল্পিত? মৌলবাদীদের এই হামলার পিছনে কি মদত আছে ইউনুস সরকরের? কেন নিরাপত্তা দেওয়া হল না চিন্ময় প্রভুর আইনজীবীকে? ইউনুস সরকার কি যেন তেন প্রকারেন আটকে রাখতে চাইছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে? জল্পনা এখন বিশ্বজুড়ে।
কী হবে প্রতিক্রিয়া?
হিন্দুদের ওপর নির্যাতন, চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি নিয়ে উত্তাল দুই বাংলা। চিন্ময়ের জামিনের শুনানি ১ মাস পিছিয়ে যাওয়া যেন ক্ষোভের জন্ম দিয়েছে দুই বাংলার শান্তিকামী জনমনে। বাংলাদেশে কি সংখ্যালঘুদের ওপর আক্রমণ আরও বাড়বে? আশঙ্কা যেন ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা কি হবে, সেটাও দেখার। ইউনুস সরকার কি আদৌ উদ্যোগী হবে বাংলাদেশের শান্তি ফেরাতে? সোমবার চিন্ময় কৃষ্ণের আইনজীবীর ওপর হামলা, মঙ্গলবার চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন পিছিয়ে যাওয়া যেন অশনি সংকেতের বার্তা।