ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিহার বিধানসভা নির্বাচনের আগেই এনডিএ-র শরিকদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে বিজেপি(Chirag Paswan)। এই মুহূর্তে বিহারে নীতীশ কুমারের সরকার চলছে বিজেপির সাহায্যে। আবার রামবিলাস পাসোয়ান (রামবিলাস)-র চিরাগ পাসোয়ান দিল্লিতে নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী। ক’মাস বাদেই বিহারের নির্বাচনে বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেই লড়ার কথা জেডিইউ ও এলজেপি-র। কিন্তু তার আগে তাল কাটলেন খোদ চিরাগ পাসোয়ান।
চিরাগ পাসোয়ানের তোপ (Chirag Paswan)
এনডিএ-র দুই গুরুত্বপূর্ণ শরিক দল হল-নীতীশের জনতা দল ইউনাইটেড ও চিরাগের রামবিলাস পাসোয়ান (রামবিলাস)। কিন্তু বর্তমানে এই শরিক দলগুলির মধ্যেই প্রকাশ্যে এসেছে দ্বন্দ্ব(Chirag Paswan)। আর তার নেপথ্যে ব্যবসায়ীর হত্যাকাণ্ড। সম্প্রতি পাটনায় প্রভাবশালী ব্যবসায়ী গোপাল খেমকা খুন হন।এরপরেই ব্যবসায়ীর খুন নিয়ে নীতীশের সরকারকে প্রকাশ্যে তোপ দেগেছেন চিরাগ পাসোয়ান। তিনি বলেন, ‘বিহারে যেভাবে একের পর এক খুন, জখমের ঘটেছে তাতে প্রমাণিত হচ্ছে এখানের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। গোপাল খামেকার খুন হয় পাটনার মত শহুরে জায়গায়। তাহলে বোঝাই যাচ্ছে রাজ্যের গ্রামীন অঞ্চলে হলে ঠিক কী চলছে, সেখানের আইনশৃঙ্খলা ঠিক কোন জায়গায় আছে। বিহারের আইনশৃঙ্খলার যা অবস্থা তাতে বিরোধী দলেরা কথা বলার সুযোগ পেয়ে যাচ্ছে। এমন ঘটনা যাতে আর যা ঘটে তার জন্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

মুখ্যমন্ত্রীর জরুরি বৈঠক (Chirag Paswan)
ব্যবসায়ী খুনের পরেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শনিবার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি বৈঠক করেছেন(Chirag Paswan)।একই সঙ্গে আধিকারিকদের দ্রুত তদন্ত শেষ করার নির্দেশও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বৈঠকে মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছেন, এনডিএ সরকারের জন্য আইনের শাসন সর্বোচ্চ অগ্রাধিকার ৷ অবহেলা হলে পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে ৷’ এদিকে, ব্যবসায়ী হত্যার তদন্তের জবন্য বিশেষ টাস্ক ফোর্সের আধিকারিক এবং কেন্দ্রীয় জেলা পুলিশের গোয়েন্দাদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিহারের ডিজিপি বিনয় কুমার। খুনের কারণ হিসেবে পুরনো শত্রুতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বলেও জানিয়েছেন ডিজি ৷ তিনি বলেন, ‘পুলিশ মামলায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। খুনি এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে পুলিশের হাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে ৷’
আরও পড়ুন-Mini Trade Deal: আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মিনি’ বাণিজ্য চুক্তি?
রাহুল গান্ধীর নিশানা (Chirag Paswan)
ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খামেকাকে পাটনায় তাঁর বাসভবনের বাইরে গুলি করে খুন করার ঘটনায় বিজেপি এবং নীতিশ কুমার সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Chirag Paswan) ৷এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, ‘পাটনায় ব্যবসায়ী গোপাল খামেকার উপর গুলি চালানোর ঘটনা আবারও প্রমাণ করেছে যে, বিজেপি এবং নীতিশ কুমার একসঙ্গে বিহারকে ভারতের অপরাধ রাজধানী করে তুলেছে ।’লোকসভার বিরোধী দলনেতা বলেছেন, ‘আজ, বিহার লুট, গুলি এবং খুনের ছায়ায় বাস করছে । অপরাধ এখানে স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ সরকার সম্পূর্ণ ব্যর্থ ৷বিহারের ভাই ও বোনেরা এই অন্যায় আর সহ্য করবে না। যে সরকার আপনাদের সন্তানদের রক্ষা করতে পারে না, তারা আপনাদের ভবিষ্যতেরও দায়িত্ব নিতে পারে না ৷’ প্রতিটি খুন, প্রতিটি লুট, প্রতিটি গুলির প্রতিশোধ পরিবর্তনের ডাক দিয়েছেন রাহুল ৷ তিনি বলেন, ‘এখন একটি নতুন বিহারের সময়-যেখানে অগ্রগতি আছে, ভয় নয়। এবার ভোট কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, বিহারকে বাঁচানোর জন্য ৷’

অস্বস্তিতে বিজেপি (Chirag Paswan)
এলজেপির প্রতিষ্ঠাতা তথা বাবা রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর থেকেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে বারবার তোপ দেগেছেন চিরাগ(Chirag Paswan)। বিজেপির সঙ্গে জোটে থাকলেও চিরাগ চান নীতীশের বিরুদ্ধে লড়তে। বিহারে এনডিএ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নীতীশকে সরিয়ে তাকে বসানোর পরিকল্পনাও করেছেন চিরাগ। অনেকেই মনে করছেন, আসন্ন বিহার নির্বাচনে বিজেপির সঙ্গে আসন সমঝোতা করলেও জেডিইউ-র বিরুদ্ধে প্রার্থী দেবেন চিরাগ। তবে বিজেপি এমনটা চাইছে না।
