ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইন্ডাস্ট্রিতে একটাই নাম ঘোরাফেরা করছে ‘ধূমকেতু’, সাথে দেব শুভশ্রী জুটি। বহু বছর পর হারানো জুটিকে ফিরে পাওয়া, নিয়ে উৎসাহিত অনুরাগীরা (Chiranjeet Chakraborty)। এবার সেই স্রোতে পা মেলালেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। তিনিও খুব খুশি এই জুটি পর্দায় ফিরে আসায় । অভিনেতা আরও অনেক কিছুই জানালেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে। কী কী বললেন অভিনেতা ? আবার কি আসতে পারে দেব শুভশ্রী জুটি? তিনি কী অভিনয় করছেন ‘ধূমকেতু’তে?
নতুন লুকে ধরা দেওয়া (Chiranjeet Chakraborty)
১৪ ই আগস্ট মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’ (Chiranjeet Chakraborty)। ইতিমধ্যেই ছবির ট্রেলার, গান প্রকাশ্যে এসেছে। দর্শকও উচ্ছ্বসিত। বলতে গেলে ছবির গল্প নিয়ে যতটা না উৎসাহিত দর্শক, তার চেয়ে বেশি উৎসাহিত দেব – শুভশ্রী (Dev-Subhashree ) জুটিকে নিয়ে। অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) বলেন, “দেব অনেকটাই এগিয়ে রয়েছে। ছবিতে দেবকে একদম অন্য লুকে দেখা যাবে। নতুন এক ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যাবে দেবের মধ্যে। যা অসম্ভব সুন্দর।” তিনি আরও বলেন “সেই সময় , ৯ বছর আগে দেবকে যে লুকে আনা হয়েছিল, সেই লুক যদি এখন হত তাহলে আরও সুন্দর হতে পারত। কারণ আগের থেকে অনেক এগিয়ে গিয়েছে কলাকুশলী থেকে তাঁদের কাজও।” তবে নয় বছর আগে দেবের যে লুক আনা হয়েছিল, সেটাই তাঁর কাছে দুর্ধর্ষ লেগেছে।
কী বললেন অভিনেতা? (Chiranjeet Chakraborty)
ধূমকেতু ছবিতে দেব- শুভশ্রী, (Dev -Subhashree) পাশাপাশি দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকেও (Chiranjeet Chakraborty)। তাঁর ভূমিকা খুবই ছোট ,তবে খুবই গুরুত্বপূর্ণ। চিরঞ্জিতের মতে, সেই নয় বছর আগে বরফের মধ্যে হাঁটার শুটিং করেছেন । যা বর্তমান সময়ে হলে হয়ত ততটা কষ্টকর হত না। অভিনেতা চিরঞ্জিতের মনে প্রশ্ন জেগেছে, দেব – শুভশ্রী জুটির ন’বছর আগে যে দর্শক ছিল, তারা এখনও আছেন কিনা। তবে তিনি এও বলেছেন, “যদি ধূমকেতু হিট হয় তবে দেব-শুভশ্রী জুটির আরও ছবি হওয়া উচিত।”
আরও পড়ুন: Saiyaara: ‘সইয়ারা’র জয়ে হেরে গেলেন আমির? নতুন ইতিহাস বক্স অফিসে
তুলনা করা
অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর ( Chiranjeet Chakraborty) আরও একটি কথা মনে হয়েছে। তাঁর মতে, ন ‘বছর আগের দেব শুভশ্রীর অভিনয় আর তাঁদের এখনকার অভিনয়ের মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে। কিছু দর্শক হয়ত তুলনা করতে পারেন, এই জুটির আগের ছবির সাথে বর্তমান ছবির অভিনয় নিয়ে।
আরও পড়ুন: Debolina Dutta: স্বামীর প্রেমিকাকে ভালোবাসেন দেবলীনা, অকপট স্বীকারোক্তি অভিনেত্রীর
ছবি হিট হলে, জুটিতে ফেরা
দর্শক, অনুরাগীদের সাথে সাথে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীও একমত যে, ধূমকেতু হিট হলে তাঁরা আবারও ছবি করবেন। আপাতত ‘ধূমকেতু’ ছবি নিয়ে উৎসাহিত দর্শক। তবে নয় বছর আগের সেই পুরানো জুটির অভিনয় দর্শকের মন কাড়বে, তা নিঃসন্দেহে বলা যায়। সাথে আরও একটি নতুন ছবির খবর শোনা গিয়েছে। চলতি বছরের ডিসেম্বরে চিরঞ্জিত চক্রবর্তীর ‘কাকাবাবু’ মুক্তি হতে পারে।