ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বহুদিন পর বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন চুমকি চৌধুরী (Chumki Choudhury)। এক সময় একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন দর্শকদের। ছবিতে কখনও রঞ্জিত মল্লিকের সঙ্গে, কখনও জয় ব্যানার্জির সঙ্গে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। তবে মাঝে কয়েকবার ধারাবাহিকে দেখা গিয়েছিল। সম্প্রতি অভিনেত্রীকে ‘রোশনাই’ (Roshnai) ধারাবাহিকে দেখা গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই পজেটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার অভিনেত্রী বোনের পরিচালনায় ফিরতে চলেছেন বড় পর্দায়। কোন ছবিতে দেখা যাবে তাঁকে? ছবির কাজ এখন কতদূর?
সাহসী ও স্পষ্টবাদী নারী চরিত্র (Chumki Choudhury)
চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্র অঞ্জন চৌধুরী (Anjan Chowdhury)। বাবা অঞ্জন চৌধুরীর পরিচালনায় অভিনয় করতে দেখা গিয়েছে চুমকি চৌধুরী (Chumki Choudhury) ও রিনা চৌধুরীকে (Rina Chowdhury)। রিনা চৌধুরী অভিনেত্রী ছাড়াও একজন বহুমুখী চলচ্চিত্র পরিচালক ও লেখিকা হিসেবে পরিচিত। এবার রিনা চৌধুরীর পরিচালনায় ছবিতে চুমকি চৌধুরীকে দেখা যাবে। শোনা যাচ্ছে, এই নতুন ছবিতে চুমকি চৌধুরীর চরিত্র বেশ তাৎপর্যপূর্ণ। তাঁকে দেখা যাবে জমিদার গিন্নির চরিত্রে। অভিনেত্রী চুমকি চৌধুরী পজেটিভ চরিত্রে অভিনয় করে এসেছেন। আর তাঁর অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তাঁর সিনেমা মানেই দর্শকদের মনে এক অদ্ভুত আনন্দ থাকে। বরাবরই তিনি সাহসী ও স্পষ্টবাদী নারী চরিত্রে অভিনয় করেছেন। বোন রিনা চৌধুরীর পরিচালনায় ছবিতে তাঁর অভিনয় দেখার অপেক্ষায় দর্শকরা।
দিদি সর্বক্ষণের সঙ্গী (Chumki Choudhury)
রিনা চৌধুরীর কথায়, দিদি চুমকি চৌধুরী (Chumki Choudhury) তাঁর সর্বক্ষণের সঙ্গী। দিদিকে ছাড়া একেবারেই তাঁর চলে না। তাঁর আগামী ছবিতে দিদির অভিনয় নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। অর্থাৎ বোনের পরিচালনায় বড় পর্দায় কামব্যাক করছেন চুমকি চৌধুরী। তবে ছবির কাজ কবে শুরু হচ্ছে, বা কবে মুক্তি পাচ্ছে সে সমস্ত কিছুই প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন: Jamai Sasthi: জামাইষষ্ঠীতে রুবেল পাবে বিশেষ গিফট, শ্বেতার মায়ের সিক্রেটটা কী?
পুরানো ঘরানা ফিরিয়ে আনা
পুরানো ঘরানায় ফিরছেন অঞ্জন কন্যা রিনা চৌধুরী। এখনকার নতুন ছবির মতো নয়। তিনি বাবার পথ অবলম্বন করে ছবি পরিচালনা করতে চলেছেন। এক সময় অঞ্জন চৌধুরীর ‘আব্বাজান’ বেশ নামডাক কুড়িয়েছিল। সেই ছবির সিক্যুয়েল আনছেন রিনা।
আরও পড়ুন: Danob: নারকীয় অত্যাচার, মর্গে মৃতদেহ ঘিরে জঘন্য ঘটনা, মানুষ কী হচ্ছে দানব?
আসছে ‘সোহাগ রাত’
সম্প্রতি জানা গিয়েছে, রিনা চৌধুরীর পরিচালনায় নতুন ছবি ‘সোহাগ রাত’ আসছে। অভিনয়ে থাকছেন তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়। বিপরীতে থাকছেন রিয়া। উত্তম কুমারের নাতনি নবনীতা চট্টোপাধ্যায়। সোহাগ রাতে মুসলিম মা আর হিন্দু ছেলের স্নেহ, ভালোবাসার গল্প দেখা যাবে। ছবির শুটিং মাত্র ১৫ দিনে শেষ করছেন রিনা চৌধুরী। তাঁর এই ছবিতে দিদি চুমকি চৌধুরী না থাকলেও, আগামী ছবিতে তিনি থাকবেন বলে জানিয়েছেন ।