ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘুরতে(Clean Hill Station Destinations) গিয়ে ভিড় পছন্দ করেন না অনেকেই। অনেকে ভিড় ছাড়া নির্জনতার মধ্যে ঘুরতে পছন্দ করেন। কিন্তু আজকাল বেশিরভাগ পাহাড় বলুন বা সমুদ্র চারিদিকে পরিষ্কার পরিবেশ প্রায় মেলেনা। ফলে ঘুরতে গিয়ে মন খারাপ হয়ে যায় অনেক প্রকৃতি প্রেমী মানুষদেরই। আজকাল পর্যটকের সংখ্যা যে হারে বেড়ে চলেছে তাতে দেশের শৈলশহরগুলি আর সুন্দর থাকছে না। বিশেষ করে হিমালয়ের বুকে আশ্রয় নেওয়া শহরগুলিতে অপরিচ্ছন্নতা চোখে পড়ার মতো। কী ভাবছেন? এমন অবস্থায় কোথায় যাবেন? রইলো তারই সমাধান। সামনে যে কোনো ছুটিতে ঘুরে আসুন এই পাহাড়ের দেশ গুলো থেকে। সব প্রকৃতি প্রেমীদের মন একদম ভালো হয়ে যাবে এই জায়গাগুলোয় গেলেই। জেনে নিন ঠিকানা।
ইদ্দুকি (Clean Hill Station Destinations)
কেরলের ইদুক্কি হল রাজ্যের সেরা সুন্দর স্থানগুলির মধ্যে একটি। ইদুক্কির চারদিক উঁচু গাছে ঘেরা(Clean Hill Station Destinations)। রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যেন প্রকৃতি জড়িয়ে ধরে আদর করছে। এখানকার পাহাড়ের উপরে রয়েছে একটি ৬৫০ ফিট দীর্ঘ, ৫৫ ফিট উঁচু খিলান বাঁধ, যা ইদুক্কি কুরভান কুর্তি নামেও পরিচিত। বাঁধ এবং সবুজ প্রকৃতির সমাহার মন ভরিয়ে দেবে। এই সবুজ পাহাড়ি শৈলশহরটিতে অভয়ারণ্য, চা বাগান এবং পাহাড়ে ট্রেকিং সহ অনেক কিছু দেখার এবং করার আছে। ইদুক্কির আর্চ ড্যাম, ভারতের বৃহত্তম বাঁধগুলির মধ্যে একটি

কৌশানি (Clean Hill Station Destinations)
উত্তরাখণ্ডের পাহাড়ি গ্রাম কৌশানির চেহারা একেবারে ছবির মতো সুন্দর(Clean Hill Station Destinations)। কৌশানি থেকে ত্রিশূল শৃঙ্গের সৌন্দর্য নিজের চোখে না দেখলে ঠকবেন। উত্তরবঙ্গে গিয়ে সবাই যেমন কাঞ্চনজঙ্ঘা দেখে মুগ্ধ হন, তেমনই কৌশানি থেকে দেখতে পাওয়া ত্রিশূল শৃঙ্গ সকলকে মুগ্ধ করে। এখানকার আবহাওয়া সারা বছর মনোরম। এই অঞ্চলের এক শ্রেণির মানুষ আজও সংস্কৃত ভাষায় কথা বলে থাকেন। পাহাড়, হ্রদ, আশ্রম মন্দিরে এই গ্রামটি পরিপূর্ণ।

আরও পড়ুন: Ranchi Tour: শীতের শেষে পাহাড় টানে? ঘুরে আসুন রাঁচির এইসব স্থানে
শিলং
মেঘালয়ের রাজধানী শিলং-কে বলা হয় ‘প্রাচ্যের স্কটল্যান্ড’। অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, দুর্দান্ত জলপ্রপাত, স্ফটিক স্বচ্ছ জলের হ্রদ এবং রঙচঙে-জমজমাট বাজারের জন্য বিচিত্র হিল স্টেশনটি নিঃসন্দেহে প্রকৃতিপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। তা ছাড়া, এখানকার বিস্ময়কর লিভিং রুট ব্রিজ এবং এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম শিলং-এর আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। বেড়ানোর ইচ্ছে থাকলে মার্চ মাস থেকে জুনের মধ্যে পরিকল্পনা করুন, এটাই শিলং ভ্রমণের সেরা সময়।

কুন্নুর
নীলগিরি পর্বতের কোলে, উটি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রয়েছে পাহাড়ি শহর কুন্নুর। তামিলনাড়ুর এই শৈলশহরে হিমালয় না থাকলেও নীলগিরি আছে। চা বাগান, সিমস পার্ক, ডলফিন নোজ়, পাস্তুর ইনস্টিটিউট, দ্রুগ ফোর্ট ইত্যাদি এই শহরের অন্যতম আকর্ষণীয় স্থান। উটিকে বলা হয় দক্ষিণ ভারতের স্বর্গ। এ দিক থেকে কুন্নুরও কোনও অংশে কম নয়। প্রকৃতিপ্রেমীদের এই স্থান অসাধারণ লাগবে। সমুদ্রপৃষ্ঠ থেকে কুনুর শহরের উচ্চতা প্রায় ছয় হাজার ফিট। এখানকার আবহাওয়া সারা বছর মনোরম এবং পরিচ্ছন্ন।

আরও পড়ুন: UNESCO Recognized Tourist Spot: ঘুরে আসুন ইউনেস্কোর স্বীকৃত বিখ্যাত ঐতিহ্যবাহী পর্যটন স্থল থেকে
তাওয়াং
অরুণাচল প্রদেশের প্রশাসনিক সদর শহর তাওয়াং-এ গেলে মনে হবে যেন তিব্বতে বেড়াতে এসেছেন(Clean Hill Station Destinations)। তাওয়াং মনাস্ট্রি, জশবন্ত গড়, জং জলপ্রপাত, সঙ্গেতসর হ্রদ, তাওয়াং ওয়ার মেমরিয়াল এখানকার প্রধান আকর্ষণ। আর শহরের প্রাকৃতিক সৌন্দর্যের তো কোনও তুলনাই হয় না।এখান থেকে ইন্দো-চিন সীমানা দেখতে পাওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা গোটা শহরটাই শান্তশিষ্ট এবং অত্যন্ত পরিষ্কার।
